কিছুদিন আগেই রাজ্যের বিদ্যুৎমন্ত্রীর দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। তারপরেই বাড়তে থাকা বিদ্যুৎ বিল নিয়ে স্পষ্ট বক্তব্য রাখলেন রাজ্যের নয়া বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। জানালেন, “আগেও এই সরকার বিদ্যুতের দাম ১ পয়সাও বাড়ায়নি, আজও বাড়াবে না। তবে বিদ্যুৎ বিল ছাড়ের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার।” পাশাপাশি এদিন তিনি বিদ্যুৎ দফতরকে স্বাবলম্বী ও ভর্তুকিমুক্ত করে গড়ে তোলার আশ্বাস দেন।
বৃহস্পতিবার তিনি বিদ্যুৎ দফতরে যান। সেখানে গিয়ে আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক সারেন। তিনি জানিয়েছেন, তাঁর কাজ বুঝে নিতে আরও দিন ১৫ লাগবে। এর পর তাঁকে বিদ্যুৎ মূল্যে ছাড়ের কথা জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বিদ্যুতের বিলে ছাড় নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার। তবে এই সরকার গত দশ বছরে ১ পয়সাও কর বাড়ায়নি, আজও বাড়াবে না।
এদিন রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামো নিয়ে তিনি বলেন, “ঝড় জলের ক্ষেত্রে আগাম কী ধরনের সতর্কতা নেওয়া য়ায়, তা নিয়ে বৈঠক করেছি।” রাজ্যের বিভিন্ন জায়গায় বসানো হাইটেশন তার থেকে কোথাও যেন কোনও ধরনের দুর্ঘটনা না ঘটে, সে দিকে নজর রাখা হচ্ছে। কোথাও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে, সেটা যাতে দ্রুত মেরামত করার ব্যবস্থা থাকে, তা দেখার কথাও বলা হয়েছে।