ইতিমধ্যেই রাজ্যের অনেকেই করোনা টিকার প্রথম ডোজ নিয়ে ফেলেছেন। কিন্তু সমস্যা দেখা দিচ্ছে দ্বিতীয় ডোজ নেওয়ার সময়। কারণ, এই ঘোর সঙ্কটের সময় তা প্রায় অমিল বললেই চলে। শহর কলকাতার অনেকেই এই সমস্যায় পড়েছেন। এবার তাঁদের জন্যই স্বস্তির খবর শোনালো কলকাতা পুরসভা। বুধবার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে বড়সড় ঘোষণা করলেন পুরসভার প্রশাসক প্রধান ফিরহাদ হাকিম। সরকারি, বেসরকারি যে যেখানেই টিকা নিন না কেন, সবাইকে পুরসভার হেলথ সেন্টারেই বিনামূল্যে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ঘোষণা করেছেন, কলকাতায় যে যেখানেই প্রথম ডোজ নিক না কেন, পুরসভার হেলথ সেন্টারে এসে প্রথম ডোজ নেওয়ার প্রমাণপত্র এবং কোনও সচিত্র পরিচয়পত্র দেখালেই তাঁকে দ্বিতীয় ডোজটিও দেওয়া হবে। যিনি প্রথম ডোজে কোভিশিল্ড পেয়েছেন, তাঁকে দ্বিতীয় ডোজেও সেটাই দেওয়া হবে। আবার যিনি প্রথম ডোজে কোভ্যাক্সিন পেয়েছেন, তাঁকেও পরে সেটাই দেওয়া হবে। শুধু তাই নয়, টিকার প্রথম ডোজ নিয়েও বড়সড় সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।
এই মুহূর্তে ময়দানে কলকাতা পুরসভার টেন্টে প্রথম ডোজ দেওয়া হচ্ছে। প্রথম ডোজ দেওয়া হচ্ছে অহিন্দ্র মঞ্চেও। কিন্তু দুই ক্ষেত্রেই দেখা গিয়েছে ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। এবার সেই কারণেই নিউ মার্কেট সংলগ্ন এলিট সিনেমা হলে আরও একটি ভ্যাকসিন কেন্দ্র খুলতে চলেছে পুরসভা। আগামী দিন তিনেকের মধ্যেই চালু হয়ে যাবে এই কেন্দ্রটি। এখান থেকেই মিলবে ভ্যাকসিনের প্রথম ডোজ। গতকাল পুরসভার উদ্যোগেই সাংবাদিকদের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে প্রেস ক্লাবে। পুরপ্রশাসক ফিরহাদ হাকিম সেখানে উপস্থিত ছিলেন।