পুরোদমে কাজে নেমে পড়েছেন টলি অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় যখন বিপর্যস্ত জনজীবন, তখন রাস্তায় নেমে কোমর বেঁধে কাজ করছে টিম সোহম। আর তাঁদের সঙ্গে রয়েছে বরানগরের হাসি খুশি ক্লাব।
একুশের বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সোহম চক্রবর্তী। সেখান থেকেই জয় পেয়ে হয়েছেন বিধায়ক। শপথ পর্ব মিটিয়েই করোনা মোকাবিলার কাজে নেমে পড়েছেন তারকা। তাঁর উৎসাহ এবং অনুপ্রেরণাতেই রাস্তায় নেমে পড়েছে টিম সোহমের সদস্যরাও। কারও বাড়িতে কোভিড হয়েছে জানতে পারলে সেখানে গিয়ে স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে। কারও বৃদ্ধ মা-বাবার কাছে খাবার পৌঁছে দিচ্ছেন।করে দিচ্ছেন ওষুধের ব্যবস্থা।
উল্লেখ্য, বরানগর পুর অঞ্চল থেকে শুরু করে দমদম, শ্যামবাজার, কাশীপুর, বেলগাছিয়া, সোদপুর, ব্যারাকপুর এবং দক্ষিণ কলকাতার দিকে এই পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারও যদি বেসরকারি হাসপাতালে বেড লাগে তাও জোগাড় করে দেওয়ার চেষ্টা হচ্ছে। পাশাপাশি কোভিড রোগীদের নিয়ে হাসপাতালে ভর্তি করা থেকে শুরু করে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও করা হচ্ছে। টিম সোহম এবং হাসিখুশি ক্লাবের সম্পাদক সুমন কর জানান, এই কাজ তাঁরা আগামী দিনেও চালিয়ে যাবেন। আরও বেশি মানুষের পাশে যাতে দাঁড়ানো যায়, সেই পরিকল্পনাও করা হচ্ছে। ফেসবুকে নিজের সহযোদ্ধাদের এই উদ্যোগকে কুর্নিশ ও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা সোহমও। পাশাপাশি সকলকে মাস্ক পরার অনুরোধও জানিয়েছেন তিনি।