তামিলনাড়ু নির্বাচনে বিপুল ভোটে জয়ী ডিএমকে। গত রবিবারই নির্বাচনে জয়লাভ করেছে তাঁরা। আর আজ, শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডিএমকে প্রেসিডেন্ট এমকে স্ট্যালিন। এদিন সকালে চেন্নাইয়ের রাজভবনে করোনা আবহের জেরে ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের সামনে শপথবাক্য পাঠ করেন স্ট্যালিন। এই নিয়ে ষষ্ঠবার সরকার গঠন করছে ডিএমকে।
এদিন সকালে সাদা শার্ট এবং ধুতি পরিহিত স্ট্যালিনকে চেন্নাইয়ে রাজ ভবনে ঢুকতে দেখা যায়। মুখে ছিল পরিচিত হাসি। তামিল ভাষায় শপথ বাক্য পাঠ করেন বর্ষীয়ান নেতা। এছাড়াও ৩৩ জন মন্ত্রী আজ শপথ বাক্য পাঠ করেছেন। গোটা অনুষ্ঠানটির পৌরহিত্য করেন রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। জানা গিয়েছে, তামিলনাড়ুর জল সম্পদ উন্নয়ন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এস দুরাইমুরুগান। এছাড়াও, পুর মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে এন নেহেরু। উচ্চশিক্ষা মন্ত্রী হিসেবে শপথ নেন কে পনমুদি। কৃষি মন্ত্রী হিসেবে শপথ নিতে দেখা গিয়েছে এম আর কে পন্নিরসেলভামকে।
প্রসঙ্গত, জয়ললিতা ও করুণানিধিহীন এ বারের তামিলনাড়ু ভোটের দিকে নজর ছিল সবপক্ষেরই। কারণ, এক দশক ধরে সেখানে ক্ষমতায় থাকা এআইডিএমকে-র হাত ধরে বিজেপি সেখানে ক্ষমতা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ১১৮ আসনের ধারেকাছেও পৌঁছতে পারেনি আম্মার দল। প্রথম থেকেই কোলাথুর কেন্দ্র থেকে এগিয়ে ছিলেন স্ট্যালিন আর চিপক আসনে এগিয়ে ছিলেন তাঁর ছেলে উদয়নিধি। উল্লেখ্য, আজ শপথ গ্রহণের পরই করোনা আবহে তামিলনাড়ুর প্রতিটি মানুষের বিপদে পাশে থাকার আশ্বাস দেন তিনি।