অক্সিজেন সরবরাহ নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত চলছে বেশ কয়েকদিন ধরে। এই আবহে মামলা গড়ায় সুপ্রিমকোর্টে। আর এবার অক্সিজেন সরবরাহ নিয়ে কেন্দ্রীয় সরকারকে কড়া নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। এদিন রায় দিয়ে শীর্ষ আদালত জানিয়ে দেয় যে দিল্লীর চাহিদা মেটাতে অরবিন্দ কেজরিওয়ল নেতৃত্বাধীন সরকার দৈনিক যে ৭০০ মেট্রিক টন অক্সিজেন চাইছে, কেন্দ্রকে সেই পরিমাণ অক্সিজেন বরাদ্দ করতে হবে কেন্দ্রকে।
অক্সিজেন সঙ্কট নিয়ে শুনানি চালাকালীন সুপ্রিমকোর্ট এদিন কেন্দ্রকে নির্দেশ দেয়, দিল্লি সরকার যে ৭০০ মেট্রিক টন অক্সিজেন দৈনিক ভিত্তিতে চেয়েছে, সেই ৭০০ মেট্রিক টন অক্সিজেনই কেন্দ্রকে পাঠাতে হবে। যদি নির্দেশ অনুযায়ী কেন্দ্র পদক্ষেপ না নিয়ে অন্য পথ অবলম্বন করে, তা হলে সুপ্রিমকোর্ট কড়া পদক্ষেপ দিনে বাধ্য হবে। পাশাপাশি কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয় পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দিল্লীকে ৭০০ মেট্রিক টন করে অক্সিজেন দিতে হবে বলে কেন্দ্রকে।
এদিকে কর্ণাটকের ক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। এর আগে কর্ণাটক হাইকোর্ট কেন্দ্রকে দৈনিক ৯৬২ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশিকার উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। তবে সেই ক্ষেত্রেও চাহিদা অনুযায়ী কর্ণাটককে অক্সিজেন পাঠানোর নির্দেশ দিয়ে কেন্দ্রের আবেদন খারিজ করে শীর্ষ আদালত। এর আগে কেন্দ্র দৈনিক ৮৬২ মেট্রিক টন অক্সিজেন দেওয়ার প্রস্তাব রাখে। তবে শীর্ষ আদালতের স্পষ্ট বক্তব্য, রাজ্যের চাহিদা মেটাতে ৯৬২ মেট্রিক টন অক্সিজেন পাঠাতে হবে কর্ণাটককে।
উল্লেখ্য, দেশে লাগামহীন ভাবে আছড়ে পড়ছে করোনার দ্বিতীয় ঢেউ। এদিনও চার লক্ষের উপর মানুষ সংক্রমিত হয়েছেন। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তৈরি হচ্ছে নয়া নয়া রেকর্ড। এই পরিস্থিতিতে আবার হাসপাতালে শয্যার অভাব দেখা দিয়েছে। পাশাপাশি সারাদেশে অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার।
অক্সিজেন সঙ্কটের জেরে নাজেহাল রাজধানী দিল্লী। সরকারি বেসরকারি প্রায় সমস্ত হাসপাতালেই অক্সিজেনের অভাবে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন বহু রোগী। কেন্দ্রের কাছে বহুবার চেয়েও পর্যাপ্ত অক্সিজেন পায়নি দিল্লী। এই পরিস্থিতিতে এবার সুপ্রিমকোর্ট দিল্লীর দাবিকে মান্যতা দিয়ে কেন্দ্রকে কড়া নির্দেশ দিল।