আজ বাংলায় বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। যেখানে সকাল থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। সেখানে সংযুক্ত মোর্চা যেন প্রায় নীরব দর্শক। আজ সর্বমোট ২৯২টি আসনে ভোটগণনা হচ্ছে। বাকি ২টি আসনের প্রার্থীর মৃত্যুর জেরে সেখানে ভোট হয়নি। তার মধ্যে তৃণমূল এখনও অবধি এগিয়ে ১৯৩টি আসনে। বিজেপি সেখানে ৯৬টি এবং সংযুক্ত মোর্চা মাত্র ১টি আসনে এগিয়ে।
পোস্টাল ব্যালট গণনার পর হাওড়ার ডোমজুড়ের দলবদলু বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকলেও প্রথম রাউন্ডের পর তিনি পিছিয়ে গিয়েছেন। রাজীবকে পিছনে ফেলে ডোমজুড়ে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কল্যাণেন্দু ঘোষ। অন্যদিকে, সিঙ্গুরের লড়াইয়েও পিছিয়ে আছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তাঁকে পেছনে ফেলে দিয়ে প্রায় ১৮০০ ভোটে এগিয়ে তৃণমূলের বেচারাম মান্না।
অন্যদিকে, গত লোকসভা ভোটের কয়েকমাস পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সব্যসাচী দত্ত। তিনিও পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ের কাছে। যদিও এটা একবারেই গণনার প্রাথমিক ট্রেন্ড। কোথাও প্রথম, কোথাও দ্বিতীয় রাউন্ডের গণনা হয়েছে। নিউটাউন, ডোমজুড় ও সিঙ্গুরেও তাই। তবে প্রাথমিক ট্রেন্ড শেষ পর্যন্ত বজায় থাকে কিনা সেটাই দেখার।