দুই-তৃতীয়াংশ আসন দখল করে ফের রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ শুধু তাই নয়, নন্দীগ্রামেও ফলে বদলাবে বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রাথমিক ট্রেন্ডে তৃণমূল এগিয়ে থাকার আভাস মিলতেই কালীঘাট থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা জানিয়েছেন, ‘প্রাথমিক প্রবণতায় স্পষ্ট, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূলই। মালদা – মুর্শিদাবাদের মতো জেলায় তৃণমূল অভূতপূর্ব ফল করতে চলেছে’।
নন্দীগ্রামের ফলের ব্যাপারেও আশাবাদী মমতা। তিনি বলেন, ‘গণনা যত এগোবে নন্দীগ্রামের ফলে পরিবর্তন হবে। ফলে নন্দীগ্রাম-সহ যে সব জায়গায় তৃণমূল পিছিয়ে সেখানে এজেন্টরা যেন গণনার টেবিল ছেড়ে চলে না যান।’
ভোটগণনার প্রাথমিক প্রবণতায় বিজেপির থেকে অনেকটা এগিয়ে তৃণমূল। প্রাথমিক ফল বলছে, ১০০ আসন পার করতে পারবে না বিজেপি। ২০০-র কাছাকাছি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল।