দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে রোজই রেকর্ড হারে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। পাশাপাশি, পর্যাপ্ত বেড ও অক্সিজেনের অভাবে লম্বা হচ্ছে মৃত্যুমিছিলও। এমন পরিস্থিতিতে সংক্রমণ শৃঙ্খল ভাঙতে কেন্দ্র কি লকডাউনের পথে হাঁটবে? এই প্রশ্নই এখন উঁকি দিচ্ছে আমজনতার মনে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে লকডাউনের খবর। ৩ মে থেকে ২০ মে পর্যন্ত দেশে নাকি লকডাউন হচ্ছে! এই খবর ছড়াতেই আতঙ্কে ভুগছেন দিন আনা, দিন খাওয়া মানুষজন। তাঁদের একটাই প্রশ্ন, সত্যিই কি লকডাউন হচ্ছে?
বৃহস্পতিবার গুজব উড়িয়ে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়ে দিল, লকডাউন নিয়ে ভুয়ো খবর রটেছে। দেশে লকডাউন নিয়ে কোনও সিদ্ধান্তই হয়নি। পিআইবির বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশজুড়ে একটি রিপোর্ট ছড়িয়েছে, কেন্দ্র সরকার লকডাউনের পথে হাঁটছে। পিআইবি জানাচ্ছে, এই রিপোর্ট সম্পূর্ণ ভুয়ো।’ ভারতীয় করোনা স্ট্রেন ডবল মিউট্যান্ট নিয়ে প্রকাশিত একটি রিপোর্টকেও ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে কেন্দ্র।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই জানিয়েছিলেন করোনা সংক্রমণ রুখতে লকডাউন হতে চলেছে সরকারের শেষ অস্ত্র। অন্য সবরকম চেষ্টায় কাজ না হলে তবেই এই কঠোর পদক্ষেপ করা হবে। সেই সঙ্গে দেশবাসীকে প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন, দেশকে যেন কোনওভাবেই লকডাউনের দিকে ঠেলে না দেওয়া হয়। এর পরই একটি বৈদ্যুতিন মিডিয়ার লোগো দিয়ে একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে বলা হয়েছে ৩ থেকে ২০ মে পর্যন্ত দেশে লকডাউন হবে। ওই চ্যানেলের তরফেও সেই পোস্টকে ভুয়ো বলে দাবি করা হয়েছে। এবার কেন্দ্রের তরফেও লকডাউনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হল।