অবশেষে করোনামুক্ত হয়ে আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আজ হাসপাতাল থেকে তাঁকে ডিসচার্জ করা হল। গত ১৯ এপ্রিল থেকে করোনায় আক্রান্ত হয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ভর্তি ছিলেন দিল্লী এইমসের ট্রমা সেন্টারে৷ তিনি করোনা ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছেন৷ দিন চারেক আগে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, যে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে৷ তারপরই এদিন তাঁকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়৷
গত ১৯ এপ্রিল রিপোর্ট পাওয়ার পরে সেই দিনই মনমোহন সিং ভর্তি হন দিল্লী এইমসে৷ তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে৷ কংগ্রেস নেতা-নেত্রীরা তো বটেই, অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য লাভের কামনা করেন৷
এরপর দিল্লী এইমসে ভর্তির পর সেখানেই চিকিৎসা চলছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর৷ গত ৯ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন৷ দশদিনের মাথায় এইমস থেকে ছাড়া পান৷ ৮৮ বছর বয়সী এই প্রবীণ কংগ্রেস নেতা ভর্তি ছিলেন এইমসের ট্রমা বিভাগে। আজ সেখান থেকেই ছাড়া পান বরিষ্ঠ রাজনীতি ও অর্থনীতিবিদ।