আজ, বৃহস্পতিবার রাজ্যে অষ্টম তথা শেষ দফার নির্বাচন। এদিন ভোট শুরুর পর থেকেই বহু জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। তবে বহরমপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডে উঠেছে বোমাবাজির অভিযোগ। বুথ সংলগ্ন এলাকাতে বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাসিন্দাদের মতে, এর আগে শহরের মধ্যে এমন বোমাবাজির নজির বিশেষ নেই। এদিকে ঘটনার পরই এলাকায় চলে আসেন তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন তিনি। এরপরই একেবারে মাঝরাস্তায় বসে পড়েন তিনি। রাস্তায় বসেই অবস্থান বিক্ষোভ শুরু করে দেন। ভোট চলাকালীন খোদ প্রার্থীকেই রাস্তায় বসে পড়তে দেখে কিছুটা অস্বস্তিতে পড়ে যান পুলিশ কর্তারা।
তৃণমূল প্রার্থী বলেন, সবাইকে ডাকো। ওরা বোম ফেলে আমাদের উপর দোষ চাপাচ্ছে। সবাইকে বলছি। তবু শুনছে না। পুলিশ আমাদের লোককেই মারছে। কেন্দ্রীয় বাহিনী, পুলিশের সহযোগিতায় বিজেপি বোমাবাজি করছে। অতীতে এই ধরণের কাজ কোনওদিন হয়নি। সামনেই তৃণমূলের পার্টি অফিস রয়েছে।’ এরপর একেবারে আঙুল উঁচিয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা। পুলিশকে ঘেরাও করারও হুঁশিয়ারি দেন তারা। কয়েকজন বাসিন্দা বলেন, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ মারধর করছে। দুটো লোক এসে বোমাবাজি করে চলে গেল। পুলিশ কিছু করল না।রাস্তার উপর বোমার দাগ রয়েছে বলেও দাবি করেছেন বাসিন্দারা।