সম্প্রতি তিরন্দাজি বিশ্বকাপে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে সোনা জিতেছেন বঙ্গসন্তান অতনু দাস। পাশাপাশি তাঁর স্ত্রী দীপিকা কুমারীও এই বিভাগেই সোনা জিতেছেন। অতনুর বিশ্বকাপ থেকে এটিই প্রথম পদক। সব মিলিয়ে ভারতীয় তিরন্দাজিতে নজির গড়েছেন এই তারকা তিরন্দাজ দম্পতি। কিন্তু তার পরেও আনন্দ করতে পারছেন না দীপিকা বা অতনু কেউই।
মঙ্গলবার রাতে গুয়াতেমালা সিটি থেকে যখন এই দম্পতি বিমানবন্দরে যাওয়ার জন্য হোটেল ছেড়ে বেরোচ্ছেন, তখনও জানেন না, আকাশপথে আদৌ ১৬,৬৬৭ কিমি পাড়ি দিয়ে ভারতে আসতে পারবেন কি না। দীপিকা সেখান থেকেই জানালেন, ‘‘কলকাতা থেকে খারাপ খবর পাচ্ছি। করোনা সংক্রমণে পরিচিত অনেকেরই আক্রান্ত হওয়ার খবর পেয়েছি। পদক জয়ের আনন্দ এখন মাথায় নেই। কলকাতার কথা ভাবলেই মন খারাপ হয়ে যাচ্ছে।’’
অতনু বলেন, ‘‘হোটেল থেকে বের হলাম। কিন্তু জানি না শেষ পর্যন্ত কোথায় আটকে যাব। আমাদের কাগজপত্র সব ঠিক আছে। প্রথমে গুয়াতেমালা সিটি থেকে যেতে হবে পানামা। সেখান থেকে আবার উড়ান পরিবর্তন করে যেতে হবে প্যারিস। সেখান থেকে ফের উড়ান বদলে যাব বেঙ্গালুরু। তারপর সেখান থেকে শুক্রবার রাতে পুণেয় শিবিরে ফিরব।’’
এরপরই বিশ্বজয়ী বঙ্গসন্তান জানতে চান, বাংলার করোনা পরিস্থিতি কেমন? তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় যা খবর পাচ্ছি, তা বেশ ভয়াবহ লাগছে। আমার বাড়িতে বাবা-মা বয়স্ক। তাঁরা এখনও পর্যন্ত সুস্থই রয়েছেন। কিন্তু এই বিপদে কলকাতার বাড়িতেই যেতে পারব না। তাই মন খারাপ হয়ে যাচ্ছে বিশ্বকাপ থেকে সোনা নিয়ে ফিরেও।”