দাদু অসুস্থ। তাঁর জন্য অক্সিজেন চেয়ে টুইট করেছিলেন যুবক। ‘অপরাধ’ এটুকুই! সেজন্যই যুবকের বিরুদ্ধে অপরাধের মামলা দায়ের করল যোগীর পুলিশ। চার্জে বলা হল, গুজব ছড়াচ্ছেন তিনি। ‘আতঙ্ক তৈরি করছেন। রাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে অপরাধে লিপ্ত হয়েছেন।’
সোমবার আমেঠির বাসিন্দা শশাঙ্ক যাদব নামে এক যুবক টুইটারে একটি পোস্ট দেন। নিজের অসুস্থ দাদুর জন্য অক্সিজেন চেয়ে আবেদন করেন। অভিনেতা সোনু সুদকেও ট্যাগ করেন। তবে যুবক একবারও লেখেননি, যে তাঁর দাদু করোনা আক্রান্ত।
ওই টুইট তাঁর এক বন্ধু অঙ্কিত রিটুইট করেন। এক সংবাদ মাধ্যমের সম্পাদককে ট্যাগ করেন তিনি। যাতে দ্রুত বেশি মানুষের কাছে আবেদন পৌঁছে যায়। সম্পাদক আমেঠির সাংসদ স্মৃতি ইরানিকে ট্যাগ করে রিটুইট করেন। কিছুক্ষণের মধ্যেই যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন স্মৃতি। কিন্তু যুবক ফোন ধরেননি। জেলা ম্যাজিস্ট্রেটকেও তিনি বিষয়টি জানান। পরে স্মৃতি সেই কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন।
এর পরেই যুবকের বন্ধু জানান, শশাঙ্কের দাদু মারা গিয়েছেন। ফের টুইট করে শোক প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি। কিন্তু বিষয়টি এখানেই থামেনি। আমেঠি পুলিশ অতিরিক্ত সক্রিয় হয়ে মাঠে নেমে পড়ে। যুবকের বিরুদ্ধে অপরাধের মামলা দায়ের করে। বলে, যুবক কোভিড পরিস্থিতিতে ‘গুজব’ ছড়াচ্ছে। রাজ্যে অক্সিজেন নেই বলে ভয় দেখাচ্ছে। যদিও যুবক একবারও বলেননি, যে তাঁর দাদু কোভিড আক্রান্ত। অস্ত্রোপচার করতে গিয়ে তিনি মারা গিয়েছেন।
দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন, তাঁর রাজ্যে অক্সিজেনের অভাব নেই। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেউ ‘গুজব’ পোস্ট করলে জাতীয় সুরক্ষা আইন এবং গ্যাংস্টার আইনে মামলা দায়ের হবে।