আজ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেইন। তার আগে এখনও চুক্তি নবীকরণ না করানোয় নেইমারের দল ছাড়া নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। ওয়ান্ডার কিড অবশ্য সব জল্পনা উড়িয়ে দিয়েছেন। বরং তিনি বলে দিলেন, এই মরসুমটা পিসজিতে সব চেয়ে আনন্দে কাটাচ্ছেন তিনি। ‘‘এ বছর পিএসজি দারুণ উন্নতি করেছে। আমরা উন্নতি করার জন্য প্রচুর খেটেছি,’’ বলছেন ২৯ বছরের ব্রাজিলীয় তারকা। একইসঙ্গে যোগ করছেন, ‘‘আমি সত্যিই খুব খুশি। এই মরসুমটা আমার কাছে সব চেয়ে আনন্দের। আমরা সত্যিই চ্যাম্পিয়ন্স লিগ জিততে মরিয়া।’’
আজ, বুধবার, প্যারিসে নিজেদের ঘরের মাঠে নেইমার-এম্বাপেরা সেমিফাইনালের প্রথম পর্বে মুখোমুখি হবে পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটির। এ বারের চ্যাম্পিয়ন্স লিগে সাতটি ম্যাচে ছয় গোল করেছেন নেইমার। সব মিলিয়ে গোটা মরসুমে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে তিনি ২৪ ম্যাচে করেছেন ১৪ গোল। এদিকে নেইমার ও এম্বাপে জুটিকে নিয়ে গুয়ার্দিওলা বলেছেন, ‘‘কাল রাতে আমি ভাল করে ঘুমানোর চেষ্টা করছিলাম। আমি ঘুমোতে পারলাম তখনই, যখন ওদের দুই ফুটবলারকে নিয়ে ভাবছিলাম না।’’
এমনিতে পেপ তাঁর দলকে একটাই মন্ত্র দিচ্ছেন মহারণের আগে। বলছেন, ‘‘চাপ উপভোগ করো।’’ এই মন্তব্যের ব্যাখ্যাও করেছেন তিনি। বলেছেন, “বারবার এই টুর্নামেন্টে সেমিফাইনালে যেতে পারছিলাম না। এতদিনে বাধা কাটিয়ে উঠেছি। এ বার লড়াই অনেক কঠিন। ওদের আটকাতে হবে দলগত ভাবে। এ ছাড়া রাস্তা নেই। ছেলেদের বলেছি, চাপ উপভোগ করতে।”