গত ২৭ মার্চ থেকে বাংলায় শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। ১ মাস ধরে চলা এই ৮ দফা নির্বাচনে ইতি পড়তে চলেছে আগামীকাল। নির্ঘণ্ট অনুযায়ী অষ্টম দফার ভোট হবে ২৯ এপ্রিল। মানে বৃহস্পতিবার। কিন্তু আজ, বুধবার সকালেই, শেষ দফার নির্বাচন উপলক্ষে টুইট করে বসলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। যা নিয়ে হাসির রোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আজ সকাল ৭টা ২১ মিনিটে জেপি নাড্ডা হিন্দি ও বাংলায় টুইট করে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, ‘আজ বাংলায় শেষ দফার অর্থাৎ অষ্টম দফার নির্বাচন চলছে। আমি সকল ভোটারদের কাছে আবেদন করছি কোভিড সাবধানতা অবলম্বন করে ‘সোনার বাংলা’ নির্মাণের জন্য অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোট দিন।’
এরপরই বিভিন্ন টুইটার ব্যবহারকারী টুইট করে ওনার ভুল ধরিয়ে দেন। অনেকেই কটাক্ষ করেন। কেউ লেখেন, এইবার সংবাদমাধ্যম আপনার এই টুইট নিয়ে কটাক্ষ করবে। কেউ লিখেছেন, বিজেপি কি টাইম মেশিন আবিষ্কার করেছে? কটাক্ষের বন্যা বয়ে যাওয়ার সাথে সাথেই টুইট মুছে দেন নাড্ডা। কিন্তু প্রশ্ন উঠছে, দেশের সর্বভারতীয় সভাপতি কীভাবে এই ভুল করলেন? বাংলার প্রতি অবহেলার মনোভাব থেকেই কি এইরকম ভুল হল?