মোদী সরকারের বোঝা উচিত লড়াইটা করোনার বিরুদ্ধে। কংগ্রেস বা অন্য কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। মঙ্গলবার ঠিক এই ভাষাতেই টুইটারে মোদী সরকারকে বিঁধলেন রাহুল গান্ধী। দেশে করোনার পরিস্থিতি উদ্বেগজনক। গত ৪-৫ দিন ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা ৩ লাখ ছাড়াচ্ছে। বর্তমানে দেশ জরুরি অবস্থার মুখে। এই পরিস্থিতিতে মোদী সরকারের দিকে আঙুল তুলে টুইট করেন রাহুল।
কংগ্রেস নেতা লেখেন, মোদী সরকারের বোঝা উচিত যে লড়াইটা করোনার বিরুদ্ধে, কংগ্রেস বা অন্য কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। উল্লেখ্য, এর আগে, সোমবারও একটি টুইট করেছিলেন সোনিয়া-পুত্র। লিখেছিলেন, চাকরি এবং উন্নয়নের তথ্যর মতোই, কেন্দ্রীয় সরকার করোনার প্রকৃত তথ্য মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না। অতিমারি নিয়ন্ত্রণে আনতে না পারলেও অতিমারির তথ্য নিয়ন্ত্রণ করতে পারে।