করোনা সংক্রমণের জেরে গোটা দেশেই বর্তমানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, চলতি বছরে করোনা গতবারের থেকেও দ্রুত হারে বাড়তে শুরু করেছে। হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। রোগীরা হাসপাতালে অক্সিজেনের জন্য ছটফট করছে। অক্সিজেন না পেয়ে বাড়িতেই প্রাণ হারাচ্ছেন অসংখ্য রোগী। শ্মশানে দিন রাত জ্বলছে চিতা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে পড়ে রয়েছে শবদেহ।
এহেন পরিস্থিতির কারণে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের কথা ঘোষণা করেেছ ভারতীয় রেল। উত্তর পশ্চিম রেলয়ের তরফে জানানো হয়েছে বিভিন্ন রুটের মোট ৪০ টি দূরপাল্লার ট্রেন জুনমাস পর্যন্ত বাতিল করা হয়েছে। দক্ষিণ মধ্য রেলওয়েও এই পরিস্থিতিতে ১০টি ট্রেন বাতিল করেছে। ২৮ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সময় ছিল বাতিল ট্রেনগুলির। মুম্বই,নাগপুর, সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল বাতিল ট্রেনগুলির।
যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার অধিকাংশই মহারাষ্ট্রের। মুম্বই-পুণে, পুণে-নাগপুর, মুম্বই-লাতুর, মুম্বই-শোলাপুর, মুম্বই-কোলাপুর, মুম্বই-অমরাবতী, মুম্বই-বিদর সহ একাধিক স্পেশাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করেছে রেলমন্ত্রক। যে রুটের ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার অধিকাংশই করোনা সংক্রমিত এলাকার। বর্তমানে মহারাষ্ট্রেই দেশের মধ্যে সর্বাধিক করোনা সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। ১ মে পর্যন্ত সেখানে লকডাউন ঘোষণা করা হয়েছে।
দক্ষিণ মধ্য রেলওয়ের তরফেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কুর্নুল সিটি থেকে সেকেন্দ্রাবাদ পর্যন্ত ট্রেন বাতিল করা হয়েছে। ১ জুলাই পর্যন্ত ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানাতেও করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। সেই কারণেই ট্রেন গুলি বাতিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে আবার কলকাতার শিয়ালদহ এবং হাওড়া শাখায় একাধিক ট্রেন চালক এবং গার্ড করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। সেই কারণে এখানেও ট্রেন বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।