২০১৮ সালে তামিলনাড়ুর স্টারলাইট কপার স্মেলটিং প্ল্যান্টের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়। সেই বিক্ষোভ থামাতে পুলিশ গুলি চালালে নিহত হন ১৩ জন বিক্ষোভকারী। আর তারপরই ওই কারখানা বন্ধ করে দেয় তামিলনাড়ু সরকার। কিন্তু দেশে করোনা দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার জেরে উদ্ভূত অক্সিজেন সংকটের মধ্যে মঙ্গলবার সেই কোম্পানিকে অক্সিজেন বানানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। আর ১০ দিনের মধ্যে অক্সিজেন উৎপাদন শুরু করবে সেই সংস্থা। এবং তা কেন্দ্রীয় সরকারকে দেওয়া হবে বিনামূল্যে। কেন্দ্রীয় সরকার সেই অক্সিজেন রাজ্যগুলিকে বিলি করবে। সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ বলে, ‘এখন জাতীয় সংকট চলছে। মানুষ মারা যাচ্ছে। আমাদের এখন স্থানীয় মানুষের সাহায্য নিতে হবে।’ পরে শীর্ষ আদালত বলে, এখন রাজনৈতিক বিতর্কের সময় নেই। দেশ বিপর্যয়ের মধ্যে পড়েছে। মানুষের প্রাণ রক্ষা করতে হবে।
প্রসঙ্গত, এর আগে তামিলনাড়ু সরকার অভিযোগ করে, কেন্দ্রীয় সরকার বেদান্ত লিমিটেড সংস্থাকে নানাভাবে সাহায্য করছে। বেদান্তই স্টারলাইটের মালিক। তামিলনাড়ুর ওই অভিযোগের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট এদিন বলে, স্টারলাইট কারখানায় অক্সিজেন উৎপাদন করা নিয়ে কোনও বিতর্ক হওয়া উচিত নয়। কারখানায় কতজন শ্রমিক কাজ করবেন তা স্থির করবে এক্সপার্ট প্যানেল। গত সোমবার তামিলনাড়ু সরকার নির্দেশ দেয়, স্টারলাইট কারখানা আংশিকভাবে খোলা যাবে। আগামী চার মাস সেখানে অক্সিজেন উৎপাদিত হবে। সেই অক্সিজেন বিনামূল্যে দেওয়া হবে তামিলনাড়ু সরকারকে। গত বছর বেদান্ত সুপ্রিম কোর্টে আবেদন করে, স্টারলাইট কারখানা খুলতে অনুমতি দেওয়া হোক। কিন্তু সুপ্রিম কোর্ট রাজি হয়নি। এর আগে মাদ্রাজ হাইকোর্টও ওই কারখানা খুলতে অনুমতি দেয়নি।