গত রবিবার নিজেদের ঘরের মাঠ বের্নাবাউ-তে রিয়াল বেতিসের বিরুদ্ধে ড্র করে লা লিগার খেতাবি দৌড় থেকে কিছুটা পিছিয়ে পড়েছে রিয়্যাল মাদ্রিদ। এরমধ্যেই আজ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে চেলসির বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে খেলতে নামছে তাঁরা। কিন্তু এই ম্যাচে নামার আগে ঘোর অস্বস্তিতে জিদান ব্রিগেড। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না রক্ষণের অন্যতম ভরসা অধিনায়ক সের্জিও র্যামোস। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গিয়েছেন মিডফিল্ডার ফেদেরিক ভালভার্দে।
এই বিষয়ে সাংবাদিক বৈঠকে রিয়্যাল ম্যানেজার বলেছেন, “এই মরসুমের সব চেয়ে কঠিন ম্যাচ আমরা খেলতে নামব। কারণ, এটা চ্যাম্পিয়ন্স লিগ।” লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে ওঠা জিদান যোগ করেছেন, “চেলসির বিরুদ্ধে এই ম্যাচে আমাদের অনেক বেশি সতর্ক হয়ে খেলতে হবে। রক্ষণ শক্তিশালী করতে হবে। পাশাপাশি, গোলের সুযোগও তৈরি করে যেতে হবে। চেলসির মতো দলের বিরুদ্ধে সব সময় সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়েই খেলতে হবে।”
উল্লেখ্য, ইংলিশ প্রিমিয়ার লিগে এবছর চেলসির চ্যাম্পিয়ন হওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে আগের ম্যাচে ওয়েস্ট হ্যামকে হারিয়ে মাদ্রিদে পৌঁছেছেন আত্মবিশ্বাসী টিমো ওয়ার্নার-রা। মাতেও কোভাসিচ ছাড়া দলে আর কোনও ফুটবলারের চোট নেই। চেলসি ম্যানেজার থোমাস টুহল গতকাল সাংবাদিক বৈঠকে বলেছেন, “আমরা জয়ের খিদে নিয়েই মাঠে নামব। ভুল-ভ্রান্তিহীন নিখুঁত খেলাই লক্ষ্য থাকবে।” এফসি পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠা চেলসি ম্যানেজার আরও বলেছেন, “এই ম্যাচটা শুধু গুরুত্বপূর্ণ নয়, অত্যন্ত কঠিনও। আশা করছি, সেই মানসিকতা নিয়েই খেলব।”