চতুর্থ দফার ভোটগ্রহণের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এখনও তোলপাড় রাজ্য রাজনীতি। এবার জানা গেল, আগামী ২৯ এপ্রিল অষ্টম দফার ভোটের দিনই ফের ভোটগ্রহণ হবে সেই শীতলকুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথে। সোমবার সপ্তম দফার ভোটগ্রহণ শেষে এ কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটগ্রহণের সময় ওই বুথে সিআইএসএফের গুলিতে ৪ জনের মৃত্যু হয়। তার পরেই ভোট বন্ধের নির্দেশ দেয় কমিশন।
শীতলকুচি-কাণ্ডের ১৯ দিনের মাথায় ওই বিধানসভার ১২৬ নম্বর বুথে ফের ভোটগ্রহণের নির্দেশ দিল কমিশন। অষ্টম দফার ভোটের দিন আমতলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে ফের হবে ভোটগ্রহণ। এমনটাই জানিয়েছে কমিশন। বলা হয়েছে, আগামী ২৯ এপ্রিল সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। উল্লেখ্য, গত ১০ এপ্রিল জোড়পাটকির ওই বুথে নিহত হন সমিউল মিয়াঁ, মণিরুল মিয়াঁ, হামিদুল মিয়াঁ এবং নুর ইসলাম মিয়াঁ নামে ৪ স্থানীয় বাসিন্দা। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, মনিরুল, হামিদুল এবং নুর ইসলামের দেহে বুলেটের ক্ষতচিহ্ন রয়েছে।