গতকালই ‘মন কি বাত’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিয়েছিলেন। এবার দেশের সবাইকে ফ্রি-তে ভ্যাকসিন দেওয়ার জন্য দাবি জানালেন রাহুল গান্ধী। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার গ্রাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজারেরও বেশি মানুষ। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আগামী ১মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। তবে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করেনি কেন্দ্র। যদিও একাধিক রাজ্য সরকার বিনামূল্যে করোনা টিকা দেওয়ার কথা জানিয়েছে। এমতাবস্থায় বিজেপিকে নিশানা করে সকলের জন্য বিনামূল্যে করোনা টিকার দাবি জানালেন রাহুল।
টুইটে তিনি লিখেছেন, “অনেক আলোচনা হয়েছে। প্রত্যেককে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। আলোচনা শেষ। ভারতকে বিজেপি সিস্টেমের ফসল বানাবেন না।” দেশে পয়লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে ভ্যাকসিন দেওয়ার কথা। কিন্তু ভ্যাকসিন নির্মাতা সংস্থাগুলি প্রতিষেধকের ৩ ধরনের দাম নির্ধারণ করেছে। কেন্দ্রের অপেক্ষাকৃত অনেক বেশি দামে রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলিকে করোনা টিকা কিনতে হচ্ছে। যা নিয়ে জোর বিতর্ক সারা দেশজুড়ে। তার মধ্যেই ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার দাবি করলেন রাহুল।
ভ্যাকসিনের দাম জানিয়েছে সেরাম ও ভারত বায়োটেক। কেন্দ্রকে ১৫০ টাকায় দিলেও রাজ্য সরকারগুলিকে ৪০০ টাকায় ও বেসরকারি হাসপাতালগুলিকে ৬০০ টাকায় তাঁরা প্রতিষেধক দেবে বলে জানিয়েছে সেরাম। অন্যদিকে, ভারত বায়োটেকও কেন্দ্রকে ১৫০ টাকায় টিকা দেওয়ার কথা জানিয়েছে। তবে রাজ্য সরকারকে ৬০০ ও বেসরকারি হাসপাতালগুলিকে একই করোনা টিকা ১২০০ টাকায় কিনতে হবে। এই ভিন্ন দাম নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রকে বিঁধেছে বিরোধীরা।