তারাপীঠ মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারে বীরভূমে গিয়েছেন তিনি। শনিবার দুপুরে বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে জেলার ১১ প্রার্থীর সমর্থনে একটি ভার্চুয়াল সভা করেন তৃণমূল নেত্রী। তারপর সেখান থেকে সোজা যান তারপীঠ মন্দিরে। ফল এবং শাড়ি দিয়ে মা তারার পুজো দেন মমতা।
উল্লেখ্য, ২০১৯ সালে ১ফেব্রুয়ারি রামপুরহাটে প্রশাসনিক সভা করতে এসে তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দেওয়ার পর মন্দির লাগোয়া এলাকার উন্নয়নমূলক কাজও ঘুরে দেখেন তিনি। এর প্রায় আড়াই বছর পর এদিন ফের তারাপীঠ মন্দিরে এলেন মমতা।
বোলপুরে ভার্চুয়াল সভা সেরে হেলিকপ্টারে আসেন তারাপীঠ। মুখ্যমন্ত্রীর পায়ে চোট থাকায় মন্দিরের কাছাকাছি পালপাড়ার ধর্মরাজ তলার মাঠে হেলিপ্যাড করা হয়। মুখ্যমন্ত্রীর জন্য সেজে উঠেছিল গোটা মন্দির চত্বর। কপ্টার থেকে নেমে মমতা সোজা চলে আসেন গর্ভগৃহে। মা তারার সামনে হুইলচেয়ার থেকে নেমে মেঝেয় বসেন। তারপর ফল-ফুল এবং শাড়ি দিয়ে পুজো দেন। মোমবাতি দিয়ে আরতি করতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। পুজো শেষ হলে সাষ্টাঙ্গে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে আসেন মমতা।