দীর্ঘদিন ধরেই ভোট সংযুক্তিকরণের দাবি তুলে এসেছে তৃণমূল। কমিশন সেই কথায় কর্ণপাত করেনি। এদিকে পাল্লা দিয়ে বেড়েছে করোনা। বোলপুরের সভা থেকে মমতা বললেন, কমিশনের কাছে আমরা কোনও বিচার পাচ্ছি না। বিজেপির কথা শুনে নির্বাচন কমিশন ভোট করায় কোভিড এতটা বেড়েছে।
মমতার অভিযোগ একটি হোয়াটস অ্যাপ গ্রুপে পুলিশ কথাবার্তা বলছেন। সেখানে তৃণমূলকে বোঝাতে ‘ট্রাবল মঙ্গার’ কোড ব্যাবহার করা হচ্ছে। এবং তৃণমূল কর্মীদের আটক করার নির্দেশ দিচ্ছে। মমতার প্রশ্ন, ‘কেন তৃণমূলের লোককে আগেভাগে আটক করা হবে বিজেপিকে সুবিধে দেওয়ার জন্য’?
গত করোনা অধ্যায়ের কথা মনে করিয়ে দিলেন মমতা। বললেন, ‘ওরা বলেছিল থালা বাজাও, ঘণ্টা বাজাও। থালা বাজালে সব হয়ে যাবে’? বারংবার অনুরোধ করা সত্ত্বেও নির্বাচন কাঁটছাট না করায় নির্বাচন কমিশনকেও একহাত নেন মমতা। বলেন, বিজেপির আয়না নির্বাচন কমিশন’।
বাংলায় অক্সিজন সমস্যা নিয়েও এদিন মুখ খুলতে দেখা যায় মমতাকে। তিনি বলেন, বাংলার জন্য বরাদ্দ সেলের অক্সিজেন উত্তরপ্রদেশে পাঠানো হচ্ছে। একটা সমানুপাত থাকা উচিত। কেন্দ্রের পরিকল্পনার অভাবে ক্ষুব্ধ মমতা বলছেন, ‘দেশের ওষুধের অনেকটাই পাঠিয়ে দিয়েছেন বিদেশে। অন্য রাজ্যগুলিকে বঞ্চিত করে প্রধানমন্ত্রীর নিজের রাজ্যে বেশি পরিমাণ ওষুধ পৌঁছেছে বলেও অভিয়োগ করছেন তিনি’।