দেশের করোনা পরিস্থিতি নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকে টুইট খোঁচা প্রশান্ত কিশোরের। সরকার কোভিডের ভারতকে যথাযথভাবে সামলাতে পারছে না বলেই শনিবার কটাক্ষ করেন তৃণমূলের এই ভোটকুশলী। তাঁর দাবি, করোনার প্রথম ঢেউয়ের মতই দ্বিতীয় ঢেউকেও সামাল দিতে অক্ষম মোদী সরকার।
তৃণমূলের ভোটকুশলী পিকে শনিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘কোভিড সংক্রমিত ভারতকে যথাযথভাবে সামলানো হচ্ছে না। প্রথম ঢেউয়ের সময় অত্যন্ত খারাপভাবে লকডাউন করা হয়েছিল। যা মানুষের জীবনে করোনার থেকেও বেশি দুর্বিষহ ও ট্র্যাজেডি হয়ে উঠেছিল। দ্বিতীয় ঢেউয়ে ভাইরাসের থেকেও অক্সিজেনের অভাব, ওষুধ ও হাসপাতালে শয্যার অপ্রতুলতার কারণে মানুষ বেশি মরছেন। দু’ক্ষেত্রে একটাই মিল, সরকারের অদূরদর্শিতা ও অব্যবস্থাপনা।’
এর আগেও এই ‘কোভিড ম্যানেজমেন্ট’ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিষোদগার করতে শোনা যায় পিকেকে। গত ২২ এপ্রিল কেন্দ্র সরকারকে দিল্লী হাইকোর্টের ভর্ৎসনা নিয়ে টুইট করেছিলেন পিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে পিকে লিখেছিলেন, ‘স্যার, হাজার হাজার মানুষ অক্সিজেন চাইছে। তারা বলছে, আমরা শ্বাস নিতে পারছি না।’ একইসঙ্গে আদালতের নির্দেশ লেখা একটি স্ক্রিনশট শেয়ার করে পিকে টুইট করেছিলেন, ‘ধৈর্য ধরার জন্যও অক্সিজেনের দরকার।’