গতবছর ভয়ঙ্কর করোনা আবহের মধ্যে ঘূর্ণিঝড় উম্পুনে বিধ্বস্ত হয়েছিল গোটা দক্ষিণবঙ্গ। কাকদ্বীপ, সুন্দরবন তো বটেই, এই ঝড়ের জেরে বিপর্যস্ত হয়েছিল কলকাতা শহরেরও বিস্তীর্ণ এলাকা। এবার সেই উম্পুন-বিধস্ত সুন্দরবনে গাছ লাগানোর উদ্যোগ নিল কলকাতা নাইট রাইডার্স। উম্পুনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। সেই ম্যানগ্রোভকে ফের আগের জায়গায় ফিরিয়ে আনতে ৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হল কেকেআর-এর পক্ষ থেকে।
আর এই বিশেষ উদ্যোগ নিলেন কেকেআরের অন্যতম মালকিন জুহি চাওলা। কয়েক বছর আগে থেকেই তারা ‘প্লান্ট আ সিক্স’ প্রকল্প চালু করেছিল। কেকেআর-এর প্রত্যেক ক্রিকেটারের মারা প্রতিটা ছয়ের জন্য একটা করে চারাগাছ লাগানো হয়েছিল। নিউটাউনের রাস্তায়। এবার আবারও পরিবেশ রক্ষার্থে গাছ লাগাতে এগিয়ে এল কলকাতার এই ফ্র্যাঞ্চাইজি দলটি।
বৃহস্পতিবার বিশ্ব বসুন্ধরা দিবস উপলক্ষে কেকেআর-এর এক প্রতিনিধি দল পৌঁছে যায় পাথরপ্রতিমা ব্লকের বিভিন্ন জায়গায়। এই দলে ছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ঊষসী সেনগুপ্ত, সমাজ কর্মী ঊর্মি বসু, নিউ লাইট ও মীর ফাউন্ডেশনের সদস্যরা। সেখানে গিয়ে গ্রামবাসীদের মধ্যে চারাগাছ বিলি করেন তাঁরা। এমনকি নিজেরাও গ্রামবাসীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে চারা লাগান।