শুধু ফাঁকা আওয়াজ দিয়ে লাভ নেই। সংক্রমণ রুখতে সমাধানের রাস্তা খুঁজে বের করা দরকার। দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার ঠিক এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
প্রসঙ্গত, করোনা আক্রান্ত হওয়ায় এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন রাহুল। কিন্তু নিজে কোয়ারেন্টাইনে থেকেও প্রতিবাদের ভাষা থামেনি তাঁর। টুইটে রাহুল বলেন, ‘আমি নিজে কোয়ারেন্টাইনে বন্দী। কিন্তু আমি প্রতিদিনই দেখছি দেশজুড়ে বিভিন্ন মর্মান্তিক ঘটনা ঘটছে। ভারত শুধু করোনার সংকটের মধ্য দিয়েই যাচ্ছে তাই নয়, সরকার জনবিরোধী নীতির জাঁতাকলে সাধারণ মানুষ জর্জরিত। দেশের মানুষ ফাঁকা আওয়াজ শুনতে চায় না। মানু্ষ এখন এই সমস্যা থেকে বেরিয়ে আসার সমাধান চাইছে।’
এর আগে, প্রায় প্রতিদিনই টুইট করে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন রাহুল। সরকারের ভ্যাকসিন নীতিকে নোটবন্দীর সঙ্গে তুলনা করে কটাক্ষও ছুঁড়ে দিয়েছিলেন। সরাসরি প্রধানমন্ত্রীর ঘোষিত টিকা উৎসব নিয়েও সরব হয়েছিলেন তিনি। তাঁর মতে, টিকা উৎসব করে হবে? যে উৎসবের কোনও মানেই নেই, সেই উৎসব করে কী হবে?