‘আমার শরীরে শক্তি রয়েছে, আমি করোনাকে মেরে দিচ্ছি। যাঁরা দুর্বল তাঁদের অ্যাটাক করছে করোনা।’ শুক্রবার এমনই বললেন দিলীপ ঘোষ। একইসঙ্গে মহিলাদের শাড়ি কেটে মাস্ক তৈরির পরামর্শ দেন দিলীপ। যদিও এই ‘উপদেশ’ দেওয়ার সময় মাস্ক ছিল না তাঁর নিজের মুখেই।
গত বছর অক্টোবর মাসেই করোনায় আক্রান্ত হয়েছিলেন দিলীপ ঘোষ। বরাবরই নিজেকে ‘ফিট’ হিসেবে দাবি করা এই দাপুটে নেতাও রেহাই পাননি করোনার হাত থেকে। হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। কিন্তু শুক্রবার দিলীপ ঘোষ দাবি করেন, ‘তিনি করোনাকে মেরে দিচ্ছেন।’ শুধু তাই নয় ,করোনা সচেতনতায় একগুচ্ছ উপদেশ দিতে দেখা যায় রাজ্য বিজেপি সভাপতিকে।
তিনি বলেন, ‘গরম খাবার খেল তাড়াতাড়ি হজম হয়। ঠান্ডা খেলে শরীরের মধ্যে গিয়ে তা গরম হয়। ফলে শরীরের তাপ চলে যায়। ঠান্ডা জল খাবেন না।’ এদিন জল খাওয়া নিয়েও ‘বিশেষ দৃষ্টিভঙ্গি’ সামনে রাখতে দেখা যায় দিলীপ ঘোষকে। তিনি বলেন, ‘বেশি জল খাবেন না। ২-৩ লিটার জল খাবেন। যে ডাক্তার আপনাকে ৫ লিটার জল খেতে বলেন, তিনি নিজেও খান না। যারা পরিশ্রম করেন তাঁরা ৫ লিটার জল খান। আমার গায়ে শক্তি রয়েছে আমি করোনাকে মেরে দিচ্ছি। যে দুর্বল তাকে করোনা অ্যাটাক করছে। তুলসি, বেলপাতা, আদা দিয়ে কাড়া বানিয়ে খান।’ এদিন মহিলাদের শাড়ি কেটে মাস্ক তৈরির পরামর্শ দেন দিলীপ।