দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে প্রতিদিন ঝড়ের গতিতে বাড়ছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই সর্বকালের সব রেকর্ড ভেঙে দৈনিক আক্রান্তের সংখ্যায় নতুন নজির গড়েছে ভারত। লম্বা হচ্ছে মৃত্যু মিছিলও। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের মতোই খারাপ অবস্থা দিল্লীতেও। কারণ যত তীব্র হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ, ততই সেখানে বাড়ছে অক্সিজেনের জন্য হাহাকার। দুর্ভোগ এড়াতে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে করুণ আকুতি জানালেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বললেন, ‘প্লিজ স্যার, উই নিড ইওর গাইডেন্স…।’
প্রসঙ্গত, ভারতে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩২ হাজার মানুষ। মারা গিয়েছেন ২২৬৩ জন। এই পরিস্থিতিতে শুক্রবার কোভিডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০ টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। তখন কেজরিওয়াল তাঁর কাছে দিল্লীর অক্সিজেন সংকটের কথা উল্লেখ করেন। তিনি মোদীকে বলেন, স্যার, দয়া করে এই সংকটে আমাদের পথ দেখান। মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর বৈঠক টিভিতে লাইভ দেখানো হয়।
কেজরিওয়াল বলেন, ‘দিল্লীতে যথেষ্ট পরিমাণে অক্সিজেন নেই। এখানে অক্সিজেন প্ল্যান্ট নেই বলে কি মানুষ অক্সিজেন পাবে না? দিল্লীর জন্য যে অক্সিজেন ট্যাঙ্কার পাঠানো হচ্ছিল, তা যদি অন্য রাজ্যে থামিয়ে দেওয়া হয়, আমরা কার কাছে অভিযোগ জানাব?’ পরে দিল্লীর মুখ্যমন্ত্রী বলেন, রাজধানীর হাসপাতালগুলিতে অক্সিজেনের সংকট কাটানোর জন্য বাংলা ও উড়িষ্যা থেকে আকাশপথে অক্সিজেন আনা হোক। কেজরিওয়াল মোদীর কাছে আর্জি জানান, যে রাজ্যে অক্সিজেন বহনকারী ট্রাকগুলি আটকে রাখা হয়েছে, সেখানকার মুখ্যমন্ত্রীকে ফোন করুন।