দেশের অবস্থা তথৈবচ। অথচ বিদেশে পাঠানো হচ্ছে করোনার জীবনদায়ী ওষুধ। এমনটাই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুর্গাপুর থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে তিনি অভিযোগ করেন, ‘আমাকে প্রধানমন্ত্রীর করোনা বৈঠকে ডাকা হয়নি। বৈঠকে ডাকলে অবশ্যই যেতাম।’ পাশাপাশি, তিনি এদিন ফের একবার কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন দুর্গাপুরের সাংবাদিক বৈঠক থেকে মমতা বলেন, ‘কমিশন শেষ মুহূর্তে সমস্ত প্রচার বাতিল করেছে। সমস্তটাই বিজেপি-র কথা শুনে হচ্ছে।’ তাঁর আরও সংযোজন, ‘প্রধানমন্ত্রীর সভা ছিল বলেই পরে প্রচার বন্ধের ঘোষণা করেছে কমিশন। কমিশনের উচিত ছিল এই সময় পাঁচ দফায় ভোট করা। বাংলা দখল করতে এসে বিজেপি আমাদের করোনা সংকটে ফেলেছে। অমিত শাহ বলেছিলেন ৭ মার্চের পর করোনা কমে গিয়েছে। কীকরে এই কথা বলেন তিনি?’
সকলকে বারবার ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। কোনওরকম গন্ডোগোল হলে উত্তেজনা না ছড়িয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলার জন্য কর্মীদের পরামর্শ দিয়েছেন তিনি। একইসঙ্গে এদিনের ভার্চুয়াল বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল-দুর্গাপুরের সমস্ত কেন্দ্রের পার্থীদের জয়ী করার আবেদন জানান। জানা গিয়েছে, এদিন দুর্গাপুরে প্রশাসনিক কর্তাদের থেকে জেলার কোভিড পরিস্থিতির খবরাখর নেন তিনি।