কোভিড-আবহে বাংলায় এসে নির্বাচনী প্রচারের পরিকল্পনা বাতিল করেছিলেন বৃহস্পতিবার। বদলে ভার্চুয়াল বক্তৃতায় রাজ্যের ৫৬ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা প্রায় ৩০ মিনিটের বক্তব্যে নিজেদের প্রতিশ্রুতির কথা বার বার উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। এবার তার সপাট প্রত্যুত্তর দিল তৃণমূল। প্রধানমন্ত্রীর উল্লেখ করা প্রতিটি প্রতিশ্রুতির টুইটে ধরে ধরে জবাব দিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন।
প্রধানমন্ত্রী বলেন, রাজ্যে তারা ক্ষমতায় এলে চাকরি হবে। ডেরেক উত্তরে বলেন, “কেন্দ্র সরকারের ক্ষমতায় বিজেপি তা সত্ত্বেও বিগত ৪৫ বছরে সবচেয়ে বেশি বেকারত্ব দেশে।” বাংলায় ৪০% বেকারত্ব কমার কথাও উল্লেখ করেন তিনি। বাংলায় বিজেপি মা বোনেদের সুরক্ষা দেবে, প্রধানমন্ত্রীর এই দাবিতে বিজেপি শাসিত রাজ্যগুলির নারীদের ওপর অত্যাচারের খতিয়ান তুলে ধরেন ডেরেক। প্রধানমন্ত্রী বলেন, বিজেপি দুর্নীতিমুক্ত বাংলা গড়বে। সেখানেও ডেরেক বিজেপি শাসিত রাজ্যগুলির দুর্নীতির খতিয়ান তুলে ধরেন।
এরপর পিএম কিষাণএবং কৃষকবন্ধু দুই প্রকল্পের তুলনামূলক খতিয়ানও দর্শান সাংসদ। প্রধানমন্ত্রীর পাণীয় জলের ব্যবস্থা, পাঠ শিল্প প্রণয়ন, বাড়ি দেওয়া সব প্রতিশ্রুতিকেই নস্যাৎ করে সাংসদ দেখান, এই সব কাজ আগেই করছে রাজ্য সরকার। এছাড়াও প্রধানমন্ত্রী বলেন, ছাত্ররা চাইলে মাতৃ ভাষায় পড়াশোনা করতে পারবেন। তার উত্তরেও ডেরেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী, রাজবংশী ভাষার স্কুল তৈরির কাজ শুরু করে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেষে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিলে সাংসদ প্রশ্ন তোলেন, অমিত শাহ কেন জনসভায় মাস্ক পরেন না? এছাড়াও এই করোনা পরিস্থিতিতে বাংলায় মোদী শাহর অগুনতি জনসভা করার বিষয়ে কটাক্ষও করেন ডেরেক ও’ ব্রায়েন।