নেই বিন্দুমাত্র ভ্রূক্ষেপ। নির্বাচন কমিশন এবং হাইকোর্টের নির্দেশ তুড়ি মেরে উড়িয়ে দিলীপের জনসভায় মাস্ক বিহীন লোকের ভিড় চোখে পড়ল বালুরঘাটের জনসভাতে। ৬ ফুটের দূরত্ব বজায় রাখা দূরের কথা, মাস্ক না পরেই গায়ে গা লাগিয়ে ভিড়ের ছবি পোস্ট করলেন খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণেই শুক্রবারের বঙ্গসফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার পর বাধ্য হয়ে নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। তার পর এরকম দায়িত্বজ্ঞানহীন ঘটনার জেরে স্বভাবতই চিন্তার মুখে গেরুয়াশিবির। উঠেছে নিন্দার ঝড়।