পর্বতপ্রেমী মানুষ জীবনে অন্তত একবার এভারেস্টের চূড়ায় পৌঁছনোর জন্য বছরের পর বছর প্রাণপাত করে ফেলে। তবুও সকলের স্বপ্নপূরণ হয় না। এদিকে, এবার গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে এভারেস্টে পৌঁছে গেল কোভিড-১৯ ও। এই মারণ ভাইরাসের হাত যে কতটা লম্বা, তা দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। এবার সে এভারেস্টেও!
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট। সেই পর্যন্ত কী করে পৌঁছে গেল করোনা? জানা যাচ্ছে, এভারেস্ট যাওয়া এক পর্বতারোহীর শরীরে পাওয়া গিয়েছে করোনা। উল্লেখ্য, পর্যটনের উপর নির্ভর করে থাকা নেপালে ভয়াবহ করোনা সংক্রমণের মধ্যেও পর্বতারোহীদের এভারেস্টে যাওয়ার অনুমতি ছিল। হঠাৎই, সেখানে এক পর্বতারোহী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি হেলিকপ্টার করে নেপালের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার কোভিড পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজেটিভ আসে।
সূত্রের খবর, অভিযানের সময় ওই পর্বতারোহীর হঠাৎই প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। প্রাথমিকভাবে মনে করা হয়, হাই-অল্টিটিউড পুলমোনারি ইডিমা হচ্ছে তাঁর। এরপর বেস ক্যাম্পে একাধিক পর্বতারোহীর করোনা পরীক্ষা করা হয়। তারপরই সেখানে প্রায় অর্ধেকের বেশি পর্বতারোহীর রিপোর্ট পজেটিভ আসে। শেরপাদের কথায়, বেস ক্যাম্পে সবকিছুই স্বাভাবিক রয়েছে। করোনা সংক্রমণের কোনও আশঙ্কাও নেই। তবে বিদেশ থেকে এভারেস্ট অভিযানে আসা পর্বতারোহীদের নিয়ে খানিক চিন্তা উঠছে।