অত্যাধিক করোনা সংক্রমণের জেরে বর্তমানে অধিকাংশ কর্মীই আক্রান্ত। এই অবস্থায় আগামী ২৬ এপ্রিল, সোমবার থেকে কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আজ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমনিতে কাজের দিনে মেট্রো চলাচল করে মোট ২৫৮টি। কিন্তু সোমবার থেকে এই সংখ্যাটা দাঁড়াবে ২৩৮ এ। শনি ও রবিবার আরও কম চালানো হবে মেট্রো। শনিবার ২১৮টি ও রবিবার মাত্র ১০০টি মেট্রো চালানো হবে।
একাধিক কর্মী ও চালক পরপর করোনা পজিটিভ হওয়াতেই এই পরিস্থিতি। সোমবার থেকে মেট্রো সময়সূচিতেও বদল আনা হচ্ছে। সকাল ৮:৫৪ মিনিট থেকে সন্ধে ৭:০৪ পর্যন্ত আপ ট্রেন এবং ডাউনে ট্রেন চলবে সকাল ন’টা থেকে সন্ধে ৭:২৮ পর্যন্ত। শনিবার ৭-৮ মিনিটের ব্যবধানে চলবে ট্রেন। রবিবার যেহেতু ট্রেনের সংখ্যা অনেকটাই কম, তাই সেদিন প্রায় ১৫ মিনিটের ব্যবধানে ট্রেন চালানো হবে। কবি সুভাষ ও দমদম থেকে লাস্ট ট্রেন ছাড়বে রাত ন’টা দশে। দক্ষিনেশ্বর থেকে শেষ ট্রেন ছাড়বে ৮:৫৮ মিনিটে।
তবে শুধু মেট্রো নয়। কলকাতা ও শহরতলির লাইফলাইন একাধিক লোকাল ট্রেনও সম্প্রতি বাতিল করা হয়েছে। করোনার দ্বিতীয় ওয়েভের প্রভাব রেল কর্মীদের মধ্যে ক্রমশ জাল বিস্তার করেছে। তবে যাত্রীবাহী রেলের পরিষেবা একেবারে বন্ধ হবে না বলেই জানানো হয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত টোকেন ব্যবস্থাও চালু হবে না। তবে যাত্রীদের এতে সমস্যা হলেও করোনা আবহে বিষয়টি মানিয়ে নেওয়ার কথাই বলেছে মেট্রো কর্তৃপক্ষ।