করোনার দ্বিতীয় ঢেউয়ের ব্যাপক প্রভাব পড়েছে ভোটের বাংলাতেও। আর তাই উদ্ভূত কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে গত কয়েক দিন ধরেই নানা পদক্ষেপ করছে রাজ্যের মমতা সরকার। আগেই গঠিত হয়েছিল টাস্ক ফোর্সও। এবার রাজ্যের কোভিড পরিস্থিতির ওপর নজরদারি চালানোর জন্য আরও একটি টাস্ক ফোর্স গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর। এই অ্যাপেক্স টাস্ক ফোর্সের শীর্ষে রাখা হয়েছে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। তিনি ছাড়াও এই নয়া টাস্ক ফোর্সে রয়েছেন হোম অ্যান্ড প্ল্যানিং বিভাগের অ্যাডিশনাল মুখ্যসচিব, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অ্যাডিশনাল মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, অর্থ দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি, কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের স্বাস্থ্য দফতরের সচিব।
জানা গিয়েছে, রাজ্যের হাসপাতালগুলিতে পর্যাপ্ত শয্যা রয়েছে কিনা, কোয়ারেন্টাইন সেন্টারগুলির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে কিনা, মোটের উপর রাজ্যের সার্বিক করোনা পরিস্থিতির ওপর তো নজরদারি চালাবেই এই টাস্ক ফোর্স। সেই সঙ্গে খেয়াল রাখবে, কোভিড পরিস্থিতির দায়িত্বে থাকা সকলে ঠিকঠাক কাজ করছেন কিনা। এই অ্যাপেক্স টাস্ক ফোর্সকে সহায়তা করার জন্য আবার একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপও তৈরি হয়েছে নবান্নের নির্দেশে। এই গ্রুপে থাকছেন বিপর্যয় মোকাবিলা বিভাগের প্রিন্সিপ্যাল সেক্রেটারি, খাদ্য সরবরাহ বিভাগের সচিব, হাওড়া পুরসভার কমিশনার, পশ্চিমবঙ্গ কৃষি বিপণন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর– প্রমুখ রয়েছেন এই তালিকায়। জানা গিয়েছে, সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে কীভাবে বেড সংখ্যা বাড়ানো যায়, অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখা যায়, সেদিকেই নজর দেবে এই টাস্ক ফোর্স।