তিরন্দাজি বিশ্বকাপে ভালোই সাফল্য অর্জন করল ভারত। প্রায় দু’বছর পরে এত বড় টুর্নামেন্টে নেমেও ভারতীয় তিরন্দাজদের পারফরম্যান্স ছিল চোখধাঁধানো। বিশ্বকাপে প্রত্যাবর্তনের পরে দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন ভারতের রিকার্ভ তিরন্দাজরা। গুয়াতেমালা সিটিতে মেয়েদের দল যোগ্যতা অর্জন পর্বে শীর্ষস্থান পেয়েছে। দুর্দান্ত ছন্দ দেখিয়েছেন দীপিকা কুমারি এবং অঙ্কিতা ভকত। এদিকে, পুরুষদের বিশ্বের এক নম্বর ব্র্যাডি এলিসনের পরে দ্বিতীয় স্থান পান অতনু দাস। যা ভারতীয় দলকে তৃতীয় স্থান পেতে সাহায্য করে। ভারতের পুরুষ ও মহিলা দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
পাশাপাশি মিক্সড বিভাগের শেষ আটে অতনু এবং দীপিকা লড়াই করবেন। বিয়ের পরে এই প্রথমবার জুটি হিসেবে খেলবেন তাঁরা। এই বিষয়ে অতনু বলেছেন ‘‘মিক্সড টিম বিভাগ আমার খুব পছন্দের। যদি দীপিকার সঙ্গে খেলার সুযোগ পাওয়া যায়, তা হলে তো কথাই নেই। আমরা প্রথম দম্পতি হিসেবে অলিম্পিক্সে খেলব। তাই দারুণ লাগছে।’’ উল্লেখ্য, শেষ বার তিনি দীপিকার সঙ্গে জুটি বেঁধেই এশীয় চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পান।
অতীতে একসঙ্গে খেলে বহু আন্তর্জাতিক খেতাব জিতেছেন দীপিকা-অতনু জুটি। কোয়ার্টার ফাইনালে তাঁরা মুখোমুখি হবেন ফ্রান্সের। শীর্ষ বাছাই ভারতের মহিলা দল শেষ আটে আয়োজক গুয়াতেমালার সামনে। পুরুষ দল কোয়ার্টার ফাইনালে লড়াই করবে স্পেন এবং গুয়াতেমালার মধ্যে যারা বিজয়ী হবে, তাদের বিরুদ্ধে।