করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে চলছে মৃত্যুমিছিল। এবার তালিকায় যোগ হল সীতারাম ইয়েচুরির বড় ছেলের নাম। প্রয়াত সিপিআইএমের সাধারণ সম্পাদকের বড় ছেলে আশিস ইয়েচুরি। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার ভোরে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। পেশায় সাংবাদিক আশিস গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। আজ সকালেই বর্ষীয়ান পলিটব্যুরো সদস্য টুইটারে সন্তানের মৃত্যুর কথা জানান। আশিস করোনা আক্রান্ত হওয়ার পর থেকে নানা সমস্যা শুরু হয়েছিল। করোনা সম্পর্কিত একাধিক জটিলতা তৈরি হয়েছিল শরীরে। ফলে বহু চেষ্টার পরেও তাঁকে বাঁচানো যায়নি।
টুইটারে এ দিন শোকসন্তপ্ত বাবা লেখেন, ‘অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি, আমার বড় ছেলেকে হারালাম। সকালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওঁর।’ সন্তানের মৃত্যু সংবাদ জানানোর পাশাপাশি, যে সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী-সহ যাঁরা যাঁরা ছেলের চিকিৎসায় সাহায্য করেছেন, যথাসম্ভব আশার আলো দেখিয়েছিলেন আশিসকে ফিরিয়ে আনার, তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। লিখেছেন ‘যাঁরা আমাদের পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ। পাশে থাকার জন্য সমস্ত ডাক্তার, নার্স, ফ্রন্টলাইন ওয়ার্কার, স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ।’ ইতিমধ্যেই টুইটে গভীর শোকপ্রকাশ করে তাঁকে সমবেদনা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।