বাংলায় বিধানসভা নির্বাচনে আবারও বিতর্কে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে ভোটগ্রহণ চলাকালীন ফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠল। ষষ্ঠ দফায় পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ও উত্তর ২৪ পরগনার আশোকনগরে গুলি চলে বলে দাবি। গুলিতে অশোকনগরের দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েয়েছে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, বাহিনী কোথাও কোনও গুলি চালায়নি।
বৃহস্পতিবার অশোকনগর–আমডাঙা সীমান্তে ট্যাংরা এলাকায় বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। বুথের সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে। ভোটকর্মীদের বাসে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। সেই সংঘর্ষ থামাতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালায় বলে দাবি করেন স্থানীয় কিছু মানুষ। তাতে ২ জন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলেও দাবি করা হয় শাসকদলের তরফে। একই রকম অভিযোগ ওঠে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটেও।
কমিশনের তরফে যদিও জানানো হয়েছে। কোথাও গুলি চালায়নি বাহিনী। গুলি চালানোর খবরের কোনও সত্যতা নেই। উল্লেখ্য, চতুর্থ দফার ভোটগ্রহণে কোচবিহারের শীতলকুচিতে গুলিচালনার ঘটনার পর রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায়। এর পর পঞ্চম দফার ভোটেও গুলি চালানোর অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। শূন্যে গুলি চালানো হয় বলে দাবি করেছিলেন ভোটাররা। সেই দাবিও নস্যাৎ করে দিয়েছিল কমিশন।