করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। আর তার জেরে রোজই ঝড়ের গতিতে বাড়ছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। এবার সর্বকালের সব রেকর্ড ভেঙে দৈনিক আক্রান্তের সংখ্যায় নতুন নজির গড়ল ভারত। প্রথমবার একদিনে দেশে করোনার কবলে পড়লেন ৩ লক্ষের বেশি মানুষ! যা শুধু ভারতে নয়, গোটা বিশ্বের নিরিখেই রেকর্ড। আক্রান্তের এই রেকর্ড বৃদ্ধির জেরে রেকর্ড হারে বাড়ছে অ্যাকটিভ কেসও। এদিন অ্যাকটিভ কেস বেড়েছে প্রায় দেড় ১ লক্ষ। পাশাপাশি দৈনিক মৃত্যু ২১০০ পেরিয়েছে। সবমিলিয়ে দেশের বর্তমান করোনা পরিস্থিতি ভয় ধরানোর জন্য যথেষ্ট।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন। আর এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার ৯৬৫। অন্যদিকে, ভারতে এখনও অবধি ১ লক্ষ ৮৪ হাজার ৬৫৭ জনের প্রাণ কেড়েছে করোনা। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২১০৪ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৭৮ হাজার ৮৪১ জন। আর এর ফলে মোট ১ কোটি ৩৪ লক্ষ ৫৪ হাজার ৮৮০ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় অ্যাকটিভ কেস বেড়েছে ১ লক্ষ ৩০ হাজারের বেশি। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২২ লক্ষ ৯১ হাজার ৪২৮।