গতকাল বল হাতে ৪ ওভারে ৫৮ রান দিয়েছিলেন দীপক চাহার। এমনকি শেষ দিকে ৩৪ বলে ৬৬ রানে অপরাজিত থেকে একটা চেষ্টাও করেছিলেন প্যাট কামিন্স। তবে এতে লাভ হয়নি। ফলে কলকাতা নাইট রাইডার্সকে ১৮ রানে হারিয়ে যেমন ধোনির চেন্নাই সুপার কিংস জয়ের হ্যাটট্রিক করার সঙ্গে লিগ তালিকার মগ ডালে চেপে বসল, তেমনই এ বার হারের হ্যাটট্রিক করল ইয়ন মর্গ্যানের দল। পাওনা বলতে ৩১ রানে ৫ উইকেট হারিয়েও ২০২ পর্যন্ত রানকে টেনে নিয়ে যাওয়া।
প্রতি ম্যাচেই কলকাতাকে নিত্য নতুন লজ্জা উপহার দিচ্ছে নাইট রাইডার্স। ব্যাটিং,বোলিং,ফিল্ডিং সব বিভাগে প্রতিদিন ব্যর্থ হচ্ছে মর্গ্যান বাহিনী। ২২০ রান তাড়া করে এই দলটা জিততে পারবে, সেটা হয়তো বেগুনী বাহিনীর অতি বড় সমর্থকও ভাবতে পারেননি। কিন্তু একটা লড়াই তো থাকবে! নেতিবাচক বোলিং ও ফিল্ডিং দেখে ব্যাটসম্যানরাও যেন হারার আগেই হেরে বসেছিলেন। সেটা তো স্কোর বোর্ড দেখলেই বোঝা যায়। মাত্র ৩১ রানে চলে গেল ৫ উইকেট। এর মধ্যে দীপকের দখলে ৪ ও এনগিডি ১ উইকেট নিয়ে নাইটদের রীতিমত আইসিইউতে পাঠিয়ে দিয়েছিলেন।।
তবে হাল ধরলেন কার্তিক ও রাসেল। দুজন মিলে অসম লড়াই শুরু করলেন সিএসকে বোলারদের বিরুদ্ধে। তবে সেটা দীর্ঘ স্থায়ী হল না। রাসেল ২২ বলে ৫৪ রানে স্যাম কারেনের বলে ফিরতেই ভাঙল ৮১ রানে জুটি। কার্তিক ফিরলেন ৪০ রানে। এ তো গেল ব্যাটিংয়ের কথা। অসহায় আত্মসমর্পণের উপাখ্যান তো বোলিং থেকে শুরু হয়েছিল। শুধু প্রথম একাদশে কিছু খেলোয়াড় বদল করলেই ভাল ফল পাওয়া যায় না। ভাল ফল করতে হলে আগুনে মানসিকতা থাকা দরকার। সেটাই তো মর্গ্যানের দলের নেই। মারাকাটারি আগুনে মেজাজের বড্ড অভাব। এর সঙ্গে যোগ হয়েছে খারাপ বোলিং ও জঘন্য ফিল্ডিং। আর সেটা ধারাবাহিক ভাবে চলছেই। ফলে নাইট বোলিংকে আরব সাগরে ফেলে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২২০ রান তুলে দিল চেন্নাই।
চেন্নাইয়ের হয়ে শুরুটা করলেন দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ফ্যাফ দু’প্লেসি। নাইটদের একেবারে ছাল ছাড়িয়ে ১২.২ ওভারে প্রথম উইকেটে দুজন তুলে দিলেন ১১৫ রান। এরপর ঋতুরাজ ৪২ বলে ৬৪ রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হলেন। চলতি আইপিএল-এর শুরুতে একেবারেই ছন্দে ছিলেন না। পরপর তিন ম্যাচে ব্যর্থ হয়েছিলেন। তবুও ধোনি এই তরুণের উপর ভরসা রাখেন। অবশেষে অধিনায়কের ভরসার দাম দিয়ে আইপিএল-এ পঞ্চম অর্ধ শতরান করলেন। এই ইনিংসে মারলেন ৬টি চার ও ৪টি ছয়।
তবে তিনি ফিরলেও চেন্নাইয়ের রানের গতি কমেনি। মইন আলিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে চোখের নিমেশে ৫০ রান যোগ করলেন ফ্যাফ দু’প্লেসি। দুজন যখন ক্রিজে ঝড় তুলছেন, ঠিক তখন সাজঘর থেকে বার্তা পাঠালেন মুখ্য প্রশিক্ষক স্টিফেন ফ্লেমিং। ১৬৫ রানের মাথায় মইন আউট হতেই ক্রিজে এলেন ধোনি। দু’প্লেসি তো মারমুখী মেজাজে ছিলেনই এ বার তাঁর সঙ্গে যোগ দিলেন এম এস।
মাত্র ৮ বল খেলে ২টো চার ও ১টা ছয় মেরে দলের অধিনায়ক যখন ১৭ রানে ফিরছেন, তখন চেন্নাই ৩ উইকেটে ২০১ রান তুলে বেশ ভাল জায়গায়। এরপর নাইটদের বোলিংকে একেবারে গুঁড়িয়ে দেওয়ার বাকি কাজ সারলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। অল্পের জন্য শতরান না করতে পারলেও, ৬০ বলে ৯৫ রানে অপরাজিত রইলেন। মারলেন ৯টি চার ও ৪টি ছয়। ফলে ৩ উইকেটে ২২০ রান তুলে নাইটদের চাপ বাড়িয়ে দেয় চেন্নাই।