ভোট ষষ্ঠীতেও রক্তাক্ত বাংলা। উত্তর ২৪ পরগনায় বীজপুর কেন্দ্রে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জানা গিয়েছে যে, এক তৃণমূল নেতাকে বেধড়ক মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে শাসক দল তৃণমূল।
সকালে বীজপুরের এক ভোট কেন্দ্র থেকে ডেকে নিয়ে যাওয়া হয় উত্পল দাসগুপ্ত নামে ওই তৃণমূল নেতাকে। কাঁচড়াপাড়ার ২০ নম্বর ওয়ার্ডের দুবারের কাউন্সিলর ছিলেন তিনি। বুথ(১৬৭ নম্বর) থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে মাথা ফেটে যায়। অভিযোগের তির বিজেপির দিকে। এনিয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তৃণমূলের অভিযোগ, তাঁদের কর্মীদের বুথে ঢুকতে দিচ্ছে না বিজেপির লোকেরা। এমনকি এই ঘটনার প্রতিবাদ করলেই তাঁদের মারধর করছে। স্থানীয় তৃণমূল নেতা বলেন, আমাদের এক নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক পেটায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তাঁর মাথা ফেটে গিয়েছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।