সমর্থকদের প্রবল চাপের মুখে একপ্রকার নতিস্বীকার করে প্রস্তাবিত ইউরোপীয় সুপার লিগ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে চেলসি। এমন সিদ্ধান্তে দারুণ খুশি ক্লাব সমর্থকরা। একই সঙ্গে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবে আর একটা বড় ঘটনা, মঙ্গলবার ব্রাইটনের সঙ্গে ০-০ ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে প্রথম চার দলের মধ্যে উঠে এল তাঁরা। তাই পরের বারও থোমাস টুহলের দলের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা প্রায় উজ্জ্বল হল।
ইপিএলে এখন প্রথম চার দল ম্যাঞ্চেস্টার সিটি (৩২ ম্যাচে ৭৪), ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (৩২ ম্যাচে ৬৬), লেস্টার সিটি (৩১ ম্যাচে ৫৬) ও চেলসি (৩২ ম্যাচে ৫৫)। এদিকে, ওয়েস্ট হ্যামের পয়েন্টও ৫৫। কিন্তু গোল পার্থক্যে তারা চেলসির থেকে পিছিয়ে পড়ে পাঁচ নম্বরে নেমে গিয়েছে। আগামী শনিবারই ওয়েস্ট হ্যাম ও চেলসির লড়াই। সেই ম্যাচের পরেই এই পয়েন্ট টেবিলের চিত্রটা আরও পরিষ্কার হয়ে যাবে।
তবে পয়েন্ট টেবিলে ওপরে উঠে এলেও মঙ্গলবার কিন্তু চেলসি একেবারেই ভাল খেলেনি। অবনমন হয়ে যেতে পারে এমন একটা দলের বিরুদ্ধেও গোটা ম্যাচে তারা কার্যত কোনও সুযোগই তৈরি করতে পারেনি। উল্টে ম্যাচের শেষ ১৫ মিনিটে ব্রাইটনই ঘনঘন আক্রমণ করে চেলসির ডিফেন্স নিয়ে ছেলেখেলা করেছে। এই সময় একটা গোলও প্রায় পেয়ে গিয়েছিল তারা। ড্যানি ওয়েলবেকের শট পোস্টে লেগে ফিরে না এলে হয়তো এই ম্যাচ থেকে তিন পয়েন্টই পেয়ে যেত ব্রাইটন।