দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে নিজেই নিজের রেকর্ড ভাঙছে এই মারণ ভাইরাস। প্রতিদিন ঝড়ের গতিতে বাড়ছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই সর্বকালের সব রেকর্ড ভেঙে দৈনিক আক্রান্তের সংখ্যায় নতুন নজির গড়েছে ভারত। লম্বা হচ্ছে মৃত্যু মিছিলও। এই পরিস্থিতিতে কার্যত নাজেহাল অবস্থা গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার। কারণ হাসপাতালগুলিতে এই মুহূর্তে অক্সিজেনের আকাল।
প্রসঙ্গত, বিশ্ব জুড়ে অতিমারী পরিস্থিতির মাঝে গত কয়েক মাসে ভারত থেকে বিদেশে রপ্তানি করা হয়েছে বিপুল পরিমাণ অক্সিজেন, এমনটাই জানা যাচ্ছে খোদ সরকারি পরিসংখ্যান থেকে। স্বাভাবিক ভাবে যত অক্সিজেন ভারত বিদেশে পাঠায়, করোনা আবহে তা প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত ভারত থেকে প্রায় ৯০০০ মেট্রিক টন অক্সিজেন বাইরের দেশে রপ্তানি করা হয়েছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে অক্সিজেন নিয়ে সরকারি এই নীতি ঠিক কতটা যুক্তিযুক্ত?
২০২০ অর্থবছরে ভারত বিদেশে পাঠিয়েছে সাড়ে ৪ হাজার অক্সিজেন। আর তারপর থেকেই রপ্তানির হার বেড়ে গেছে দ্বিগুণ। পরিসংখ্যান বলছে, গত বছরের জানুয়ারি থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে ভারতের অক্সিজেন রপ্তানি বেড়েছে ৭৩৪ শতাংশ। শুধুমাত্র ডিসেম্বরেই রপ্তানি করা হয়েছে ২ হাজার ১৯৩ মেট্রিক টন অক্সিজেন। জানুয়ারির পর থেকে এই রফতানি বিষয়ক কোনও তথ্য সরকারের তরফে আর প্রকাশ করা হয়নি।
করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশ জুড়ে এখন দেখা দিয়েছে অক্সিজেনের ঘাটতি। একাধিক রাজ্য থেকেই অক্সিজেনের অভাবে বিপদ সংকেত দেওয়া হয়েছে। কেন্দ্রের সাহায্যও চেয়েছে অনেকেই। নিজের ঘর না সামলে, ভবিষ্যতে বিপদের কথা চিন্তা না করে কেন টনের পর টন অক্সিজেন বিদেশে পাঠানো হল? উঠেছে প্রশ্ন।