কেন্দ্রীয় সরকার যে দামে ভ্যাকসিন কিনছে, তার থেকে কেন বেশি দাম দিতে হবে রাজ্য সরকার বা বেসরকারি হাসপাতালকে? এই প্রশ্নই তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া চিঠিও দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এ দিন রাজ্যের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে মালদহে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই এই প্রশ্ন তোলেন তিনি৷
আগামী ১ মে থেকে গোটা দেশে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককেই ভ্যাকসিন দেওয়া হবে বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি রাজ্য সরকার এবং বেসরকারি হাসপাতালগুলিও সরাসরি ভ্যাকসিন নির্মাতাদের থেকে ভ্যাকসিন কিনতে পারবে৷ বুধবারই সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, রাজ্যেগুলিকে ভ্যাকসিন কেনার জন্য ডোজ পিছু ৪০০ টাকা দিতে হবে৷ আর বেসরকারি হাসপাতালগুলিকে প্রতিটি ডোজ কিনতে হবে ৬০০ টাকায়৷
মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, এই অতিমারীর সময় কেন ভ্যাকসিন নিয়ে ব্যবসা করা হবে? কেন্দ্র যে দামে ভ্যাকসিন কিনতে পারছে, রাজ্যগুলি কেন সেই একই দামে ভ্যাকসিন কিনতে পারবে না৷ বেসরকারি হাসপাতালগুলিকেও কেন বেশি দাম দিতে হবে, তার নিয়েও সরব হয়েছেন মমতা৷ তাঁর দাবি, এ বিষয়ে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত৷ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন মানুষকে সাহায্য করবে না ব্যবসা করবে? এখন ব্যবসা করার সময় নয়, মানুষকে বাঁচানোর সময়৷ কেন্দ্রীয় সরকার দেড়শো টাকা করে পেত, রাজ্য কেন ওই দামে পাবে না?’