আগামী ২৬ এপ্রিল থেকে এটিকে মোহনবাগানের প্রস্তুতি শিবির শুরু হচ্ছে কলকাতায়। তবে সেই শিবিরে যোগ দেওয়ার আগে কলকাতা-সহ গোটা বাংলাতেই করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দলের ফুটবলাররা। এটিকে মোহনবাগান কর্তারা যদিও সফল ভাবেই শিবির করার ব্যাপারে আশাবাদী। গোয়ার মত না হলেও জৈব সুরক্ষা বলয় তৈরি করেই প্রস্তুতি শিবির হবে বলে এটিকে মোহনবাগান সূত্রের খবর। এর পাশাপাশি প্রতি চারদিন অন্তর সেখানে ফুটবলারদের কোভিড পরীক্ষা করা হবে। প্রত্যেক দিন অনুশীলনের পর দলের বাস স্যানিটাইজ করা হবে।
এটিকে মোহনবাগানের ফুটবলার প্রবীর দাস বলেন, ‘‘চিন্তা রয়েছে অবশ্যই। বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছেন। দাদার মেয়েও অনেক ছোট। নিজেকে নিয়ে চিন্তা নেই। তবে ওদের নিয়ে কিছুটা ভয় রয়েছে। আশা করি জৈব সুরক্ষা বলয় তৈরি করা হবে। তবে আমাদের এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি।’’ কোভিড পরিস্থিতির কারণে চিন্তায় রয়েছেন প্রীতম কোটালও। তবে জৈব সুরক্ষা বলয়ে থাকলে কোনও সমস্যা হবে না বলেই মনে করেন তিনি।
প্রীতম বলেন, ‘‘চিন্তা রয়েছে। তবে এখনও দলের তরফ থেকে কিছু জানান হয়নি। আমাদের প্রস্তুতি নিতেই হবে এএফসি কাপের জন্য। তবে জৈব সুরক্ষা বলয়ে থাকলে সমস্যা হবে না।’’ অরিন্দম ভট্টাচার্য বলেন, ‘‘শিবিরে যোগ দেওয়ার আগে আমাদের দু’বার কোভিড পরীক্ষা হবে। তাছাড়া আমাদের জন্য জৈব সুরক্ষা বলয় নিশ্চই থাকবে। সেক্ষেত্রে সমস্যা হবে না।’’