রবিবার বিকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের রোড শো ছিল হাবরায়। আর তার আগেই রাজনৈতিক উত্তাপে উতপ্ত হাবরা। বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা হাবরায় এ বার বিজেপির প্রার্থী। আর তার সমর্থনেই শহরের দেশবন্ধু পার্ক থেকে জয়গাছি মোড় পর্যন্ত রোড শো করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কিন্তু তার আগেই গর্জে ওঠেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। যিনি হাবড়ার তৃণমূল প্রার্থীও।
গতকাল শাহের রোড শো উপলক্ষ্যে বড় বড় কাটআউট, ব্যানার পোস্টার, ঝকঝকে ফ্লেক্সে বিজেপির সংকল্প পত্র ছয়লাপ করে দেওয়া হয়েছিল গোটা হাবরা। আর এর বিরুদ্ধেই জ্যোতিপ্রিয় মল্লিক অনুগামীদের নিয়ে হাবরা বিডিও অফিসে অবস্থান বিক্ষোভে বসেন। তিনি অভিযোগ করেন, ভোট চলাকালীন সরকারি কোনও জায়গায় রাজনৈতিক দলের পোস্টার ব্যানার বা ফ্লেক্স লাগানো নিয়মবিরুদ্ধ। কিন্ত অমিত শাহের রোড শো বলে যশোর রোডের দু’ধারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর ব্যানার, ফ্লেক্সে ছয়লাপ করে দেওয়া হয়েছে। তিনি এ-ও জানান, নির্বাচন কমিশনের অ্যাপে গিয়ে অভিযোগ জানিয়ে কোনও লাভ হচ্ছে না। তাই ভোট প্রচারের শেষ লগ্নে প্রচার ছেড়ে অবস্থানে বসতে তিনি বাধ্য হয়েছেন। জ্যোতিপ্রিয়র দাবি, হাবরা শহর থেকে সব রাজনৈতিক দলের ব্যানার পোস্টার খুলতে হবে।