আইপিলের গত পর্বে ভাল খেললেও চলতি মরসুমে ছন্দে পাওয়া যাচ্ছিল না মায়াঙ্ক আগরওয়ালকে। প্রথম দুটি ম্যাচে সাফল্য পাননি। কিন্তু দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে তৃতীয় ম্যাচেই তিনি জ্বলে উঠলেন। ৩৬ বলে ৬৯ করে পঞ্জাবকে ১৯৫ রান তুলতে সাহায্য করেন। যদিও শিখর ধাওয়ানের ব্যাটিং দৌরাত্ম্যে ম্যাচে হেরে যায় পঞ্জাব। তবে প্রশংসিত হয়েছে মায়াঙ্কের ইনিংস।
রবিবার স্কোরবোর্ডে বড় রান তুলেও হারতে হয়েছে পঞ্জাবকে। এর পিছনে শিখরের ইনিংস এবং দিল্লীর বোলারদের কৃতিত্ব দিলেন মায়াঙ্ক। বলেছেন, “আমার মতে, রান ভালই উঠেছিল। দিল্লী শিশিরের সাহায্য পেয়েছে। ভাল ব্যাটিং করেছে ঠিকই। কিন্তু শিশিরই দু’দলের পার্থক্য গড়ে দিয়েছে। ওদের ডেথ বোলিংও ভাল হয়েছিল।”
পাশাপাশি ম্যাচের পর মায়াঙ্ক জানিয়েছেন, গত বছরের থেকে পরিকল্পনায় কোনও বদল আনেননি তিনি। বলেছেন, “নিজের খেলা নিয়ে খুব বেশি ভাবি না। গত বছরের মানসিকতাই ধরে রেখেছি। গত ম্যাচে ভাল বলে ফিরে গিয়েছিলাম। কিন্তু ব্যর্থতা মাথায় রাখিনি। যেটা করে সাফল্য পেয়েছি সেই খেলাটাই ধরে রেখেছি।” তাঁর সংযোজন, “নেটে ভাল ব্যাটিং করছিলাম। ছন্দ পাচ্ছিলাম। অতীতের ব্যর্থতা মাথায় রাখিনি। সাফল্য পেয়ে খুশি।”