রাজ্যে বিপুল পরিমাণ মতুয়া ভোটকে টার্গেট করে আগেই তাঁদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার ‘ট্রাম্প কার্ড’ ফেলেছিল গেরুয়া শিবির। সেইসময়েই গেরুয়া শিবিরের এই চালকে ‘ওভার ট্রাম্প’ করে মমতা জানিয়েছিলেন, যাঁদের ভোটার কার্ড, রেশন কার্ড আছে বা যাঁরা ভোট দেন, তাঁদের নাগরিকত্ব পাওয়ার কোনও ব্যাপার নেই। এমনিতেই তাঁরা নাগরিক।
এবার পাল্টা বড় তুরুপের তাস ফেললেন মমতা বন্দোপাধ্যায়। একসময় যে মমতাকেই মতুয়াদের জন্য ভরসা করেছিলেন বড়মা বীণাপাণি দেবী, গাইঘাটার জনসভা থেকে সেটাই এবার প্রকাশ্যে বলে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী তাঁর কাছে বড়মার এই সংক্রান্ত অনেকগুলো ‘চিঠিও’ আছে বলে জানালেন তিনি। মমতার দাবি, মতুয়াদের স্বার্থ রক্ষার জন্য তাঁকে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন বড়মা বীণাপাণি দেবী।
পাশাপাশি তৃণমূল নেত্রীর অভিযোগ, নাগরিকত্ব দেওয়ার নাম করে মতুয়াদের ভাঁওতা দিচ্ছে মোদী-শাহ। এরপর মমতা বলেন, “বড়মার হাতে লেখা অনেকগুলো চিঠি আছে আমার কাছে। তিনি বলেছিলেন, আমার অবর্তমানে তুমি ওদের দেখে রেখো। আমি বলেছিলাম, চিন্তা করবেন না। আমি দেখে রাখব।” উল্লেখ্য, সম্প্রতি গাইঘাটার গোবরডাঙা হিন্দু কলেজ ময়দানে জনসভায় যোগ দিয়েছিলেন মমতা। সেখানে মতুয়াদের সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি, তা নিয়ে গেরুয়া শিবিরকে তুলোধনা করেন মমতা। তিনি বলেন, “জন্মসূত্রে মতুয়ারা এই অধিকার পেয়েছেন। সেটা নতুন করে দেওয়ার কিছু নেই।”