গতকালই তিনি বিরাট কোহলিকে বহু মাস পর সিংহাসনচ্যুত করেছেন। আর সেই দিনই টি-২০ ক্রিকেটে প্রথম শতরান হাঁকিয়ে পাকিস্তানকে জেতালেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে শতরান করে দলকে ৯ উইকেটে জেতালেন পাক অধিনায়ক। তাঁর মারকুটে ১২২ রানের উপর ভর করে এই ম্যাচ জেতার পর চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
বুধবার সেঞ্চুরিয়ানে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হেনরিক ক্লাসেন। মূলত এইডেন মার্করামের ৬৩ ও জেনিম্যান মালানের ৫৫ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। তবে মহম্মদ রিজওয়ান ও বাবর আজমের এই জুটির উপর ভর করে শুরু থেকেই বাইশ গজে ঝড় তোলে পাক দল।
এই দুজন প্রথম উইকেটে তোলেন ১৯৭ রান। এরপর টি-২০ ক্রিকেটে প্রথম শতরান করে বাবর যখন ৫৯ বলে ১২২ রানে থামলেন, তখন পাকিস্তানের জয় নিশ্চিত। তাঁর এই বিস্ফোরক ইনিংস ১৫টি চার ও ৪টি ছয় দিয়ে সাজানো ছিল। উইকেটরক্ষক রিজওয়ান ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। ফলে ১৮ ওভারে মাত্র ১ উইকেটে ২০৫ রান তুলে জিতে যায় পাকিস্তান।