আজ পয়লা বৈশাখ। বাঙালির নববর্ষের দিন। এই উৎসবের দিনে ভোটের ভরা মরসুমেও কোনো জনসভা করলেন না তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বদলে আজ কৃষ্ণনগরের রাস্তায় বিরাট রোড শো করলেন তিনি। সঙ্গী কৃষ্ণনগর উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী অভিনেত্রী কৌশাণী মুখোপাধ্যায়।
আজ কৃষ্ণনগরের বৌবাজারে অবস্থিত পাবলিক লাইব্রেরী গ্রাউন্ড থেকে ক্ষৌণীশ পার্ক অবধি র্যালি করেন অভিষেক। প্রায় ৪ কিলোমিটার রাস্তার এই রোড শো গোটাটাই ছিল জাঁকজমকপূর্ণ। নীল-সাদা, সবুজ বিভিন্ন রঙের বেলুন, ফেস্টুন, পতাকায় মুড়ে ছেয়ে গিয়েছিল রোড শো। তুঁতে রঙের পাঞ্জাবি ও সাদা উত্তরীয় গলায় অভিষেকই ছিলেন আজকের রোড শো-র মূল আকর্ষণ। সাথেই ছিলেন সেই এলাকার তৃণমূল প্রার্থী কৌশাণী। এমন উৎসবের দিনেও যেভাবে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তীব্র গরম ও চড়া রোদকে উপেক্ষা করে রোড শো-তে এসেছেন, তাতে পরিষ্কার যে এবার বিধানসভা ভোটেও সেখান তৃণমূলের জয় নিশ্চিত।