ভারতীয় মুদ্রা রুপির দাম নিম্নগামী হতে হতে শেষে তলানিতে ঠেকল। এশিয়া মহাদেশের সমস্ত মুদ্রার নীচে রইল তার মূল্য। নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণে দুরবস্থা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
গত আট মাসে এই প্রথমবার এক মার্কিন ডলারের মূল্য দাঁড়াল ৭৫ টাকায়। ফেডেরাল ব্যাঙ্কের ভবিষ্যদ্বাণী বলছে, বছরের শেষে তা ৭৬ টাকাতেও পৌঁছতে পারে।
সবথেকে বেশি কোভিডে আক্রান্ত হিসেবে পৃথিবীর দ্বিতীয় দেশ ব্রাজিলকে সরিয়ে জায়গা নিয়েছে ভারত। ঘটনাপ্রবাহ যে দিকে মোড় নিচ্ছে তাতে ফের ২০২০ সালের মতো লকডাউন পরিস্থিতি তৈরি হতে পারে। আর তা হলেই হবে বিপদ। ঘরবন্দী মানুষের চাহিদা কমে যাওয়ায় আগেরবারই ধসে গিয়েছিল দেশের অর্থনীতি। তার জের এখনও কাটিয়ে ওঠা যায়নি পুরোপুরি। দ্বিতীয়বার ধাক্কা লাগলে কী হবে ভেবে শিউরে উঠছেন অর্থনীতিবিদরা।
মুম্বইয়ের ফেডেরাল ব্যাঙ্কের প্রধান ভি লক্ষ্মণন বলছেন, আমরা যা আশা করছি, অর্থনীতির বৃদ্ধিতে তার চেয়েও বেশি প্রভাব পড়তে চলেছে। ইতিমধ্যেই রুপির মূল্যে সেই প্রভাব স্পষ্টই বোঝা যাচ্ছে।