শীতলকুচিতে ৪ জনকে নয় ৮ জনকে গুলি করে মারা উচিত ছিল। কেন কেন্দ্রীয় বাহিনী গুলি চালাল না তার জন্য শোকজ করা উচিত। এমনই হুঙ্কার দিয়ে কমিশনের কোপে পড়েছিলেন তিনি। তবে কমিশনের জারি করা ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা উঠতেই ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন হাবরার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। তিনি এবার বলেছেন, কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হলে গুলি চলবে। বিবেক দুবেও নাকি সেই কথাই বলছেন। এই নিয়ে ইতিমধ্যেই কমিশনে নালিশ ঠুকেছেন হাবরার তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক।
রাহুল বলেছেন, কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হলে গুলি চলবে। নির্বাচন কমিশনের প্রতিনিধি বিবেক দুবেও নাকি তাঁর সুরেই কথা বলছে বলে দাবিও করেছেন বিজেপি নেতা। কমিশনের নিষেধাজ্ঞা উঠতেই ফের স্বমহিমায় ফিরে এসেছেন তিনি। এদিকে তাঁর কেন্দ্রে ভোট ১৭ এপ্রিল। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগে বিজেপি প্রার্থীর এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
শীতলকুচি নিয়ে প্রথম মন্তব্যের পরেই রাহুল সিনহার বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছিল তৃণমূল। তারপরেই বিজেপি প্রার্থীর উপর ৪৮ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। এবার ফের রাহুলের বিতর্কিত মন্তব্য নিয়ে কমিশনে নালিশ জানিয়েছে শাসক দল। হাবরার তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, রাহুল সিনহার মন্তব্যের ভিডিও ফুটেজ নিয়ে তিনি কমিশনে অভিযোগ জমা দিয়েছেন। নির্বাচন থেকে যাতে তাঁকে নিষিদ্ধ করা হয় তার দাবি জানিয়েছেন।